স্পোর্টস ডেস্ক: গত বুধবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়ে ছিলো বাংলাদেশ জাতীয় দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে যাওয়ার পথেই বিজ্ঞাপনের শুটিং সেরে আলোচনায় এসেছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
এবার সাকিবের দেখানো সেই পথে হাঁটলেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারদের হাতে ছিল দুই দিন। বিশ্বকাপ চলাকালীন সুযোগ মিলবে না বিধায় এই দুই দিনের ফাঁকটাকে কাজে লাগিয়েছেন বাবর-শাহিন। সূত্র: আরটিভি
ম্যাচের ফাঁকে এই দুই ক্রিকেটারকে দিয়ে বিজ্ঞাপনের শুটিং সেরে নিয়েছে বিজ্ঞাপনসংস্থাগুলো। দুজনকেই দেখা গেছে পেপসির বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে।
পাকিস্তানের বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হবে ৬ অক্টোবর। হায়দারাবাদে নিজেদের প্রথম ম্যাচে তারা মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
বাবর আজমদের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে। তারপরই বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে পাকিস্তান। ১৪ অক্টোবর আহমেদাবাদে হবে ম্যাচটি।
এরপর ২০ অক্টোবর পাকিস্তান লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান, ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ৩১ অক্টোবর বাংলাদেশ, ৪ নভেম্বর নিউজিল্যান্ড আর ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। রিপোর্ট: সাঈদুর রহমান
এসআর/এইচএ