শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে দল থেকে বাদ দিতে বিসিবির দীর্ঘদিনের পরিকল্পনা: তামিম (ভিডিও)

তামিম

সাঈদুর রহমান: বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিলো ২৮ সেপ্টেম্বর। এ সময়ের দুই দিন আগেই দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখ্যা চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি। যা নিয়ে টাইগার ক্রিকেট সমালোচনা ঝড় বয়ছে।

গুঞ্জন আছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, বুধবার  নিজের  ফেসবুকে এক ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল নিজেই।

তামিম বলেন, একটা জিনিস আপনাদের আমি পরিষ্কার করে দিতে আমি কখনো কাউকে আমি বলিনি পাঁচটা ম্যাচের বেশি খেলব না। এই কথাটা কোন সময় হয়নি। মঙ্গলবার নান্নু ভাইও এই কথা নিশ্চিত করেছে। আমি জানি না এটা কীভাবে মিডিয়াকে ফিড করা হয়েছে। সূত্র: ফেসবুক

তিনি বলেন, আমি নান্নু ভাইকে বলেছিলাম, দেখেন আমার শরীর এরকমই থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এই জিনিসগুলো মাথায় রেখে দল নির্বচন করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথটা ফিজিওর রিপোর্টে কি ছিল। ফিজিওর রিপোর্ট একদম যেটা ছিল বলি। ফিজিওর রিপোর্টে বলা হয়েছে প্রথম ম্যাচের পর এমন ব্যথা হয়েছে, দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে। আজকের দিনের হিসেবে সে ২৬ তারিখের ম্যাচের জন্য এভেইলেবল।

তিনি আরো বলেন, কিন্তু মেডিকেল বিভাগ মনে করে যদি আমি বিশ্রাম নেই, ২৭ তারিখ আমাদের ভ্রমণ ছিল। ২৯ তারিখ আমাদের একটা অনুশীলন ম্যাচ। ২ তারিখে আরেকটা। আমি যদি দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলি প্রথম ম্যাচের আগে তাহলে আমার পর্যাপ্ত সময় পাব। তাহলে আমার দুই সপ্তাহর পুনর্বাসন হয়ে যাবে, সব মিলিয়ে দশ সপ্তাহর হয়ে যাবে। এটাই রিপোর্টে আছে। 

পরের দিন বোর্ডের টপ লেভেলের একজন ফোন করে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে ম্যানেজ করে খেলাতে হবে। তুমি প্রথম ম্যাচ খেলো না।তখন আমি বলি, আমার পক্ষে এসব নেওয়া সম্ভব না। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। জীবনে কোনোদিন ৩-৪ এ ব্যাটিং করিনি। এমন যদি হতো ৩-৪ এ ব্যাট করি। স্বভাবতই আমি ভালোভাবে নেইনি। উত্তেজিতও হয়ে পড়েছিলাম। তাই বলেছি এসব নোংরামির মধ্যে আমি থাকতে পারব না। দরকার হয় আমাকে বিশ্বকাপ দলের সঙ্গে পাঠাইয়েন না।

ভিডিওর শেষ দিকে তামিম ইকবাল বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা ভুলে হতে পারে, দুইটা ঘটনা অনাকাঙ্খিতভাবে হতে পারে। কিন্তু গত সাত মাসে আমার সঙ্গে যে গুলো করা হয়েছে, তার সবগুলোই আমাকে লক্ষ্য করেই করা হয়েছে দল থেকে বাদ দিতে। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়