স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে কোয়াটারফাইনালে দুর্দান্ত একটি গোল করে দলকে এগিয়ে নিয়েও দলকে জেতাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর থেকেই যেনো সময়টা ভালো যাচ্ছে না এই তারকা। পিএসজি ও সতীর্থ এমবাপ্পের নাটকীয়তা শেষে, গত আগস্টে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। সৌদি ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র কয়েকটি ম্যাচ। এরইমধ্যে খবর, শৈশবের ক্লাব সান্তোসে ফেরার চিন্তা করছেন ব্রাজিলিয়ান তারকা।
সৌদি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে নেইমারের। তবে সেলেসাও তারকা চাইলে আরও দুইবছর চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন। তা হয়তো করছেন না নেইমার। ২০২৬ বিশ্বকাপের আগেই সান্তোসে ফিরতে চান তিনি।
ব্রাজিলিয়ান সাংবাদিক আদেমির কুইন্টিনোর দাবি, নেইমার আল-হিলালে বেশিদিন থাকতে চান না। সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড ২০২৫ সালে সান্তোসে তার শিকড়ে ফিরে আসবেন।
আল হিলালে যোগ দিয়ে এখানো নিজেকে মানিয়ে নিতে পারেননি নেইমার। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেললেও নিজের জাত চেনাতে পাারেননি নেইমার। গোল না পেলেও দুটি করিয়েছেন তারকা ফরোয়ার্ড। রিপোর্ট: সাঈদুর রহমান