শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজ রক্ষার ম্যাচে বাংলাদেশ মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি 

সাঈদুর রহমান: [২] বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ২টায় মিরপুর শেরে বাংলায় মুখোমুখি দুই দল।

[৩] এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিবেন সদ্য বিশ্রাম থেকে দলে ফেরা নাজমুল হাসান শান্ত। এই ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকায় বিসিবি নেতৃত্বের ভার দিয়েছে এই বাম হাতি ব্যাটারের উপর। 

[৪] এছাড়াও বিশ্রাম শেষে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা।

[৫] এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সময়ে একাডেমি মাঠে বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের অধীনে দীর্ঘ সময় অনুশীলন করতে দেখা যায় তাসকিন ও শরিফুল। তবে সিরিজ বাঁচানোর ম্যাচের আগের দিন অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেনি দেশ সেরা পেসার তাসকিন আহমেদ। এছাড়াও তার অনুপস্থিতি সামাল দেওয়ার জন্য খালেদ আহমেদকে দলের সঙ্গে নির্দেশ দিয়েছে বিসিবি। তাসকিন যদি ফিট না থাকে, তাহলে তার পরিবর্তে মাঠে নামতে পারেন খালেদ আহমেদ।

[৬] অন্যদিকে ১৫ বছর পর বাংলাদেশের ঘরের মাটিতে ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড দল। এবার সিরিজ জয়ের লক্ষ্যে সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছে কিউইরা। সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়