স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
ঘরোয়া ক্রিকেটে দেশের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটার এর আগে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।
জাতীয় দলের হয়ে ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলা তুষার ঘরোয়া ক্রিকেটে ছিলেন দারুণ সফল। বছরের পর বছর রান করে গেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তার দখলে। সূত্র: দেশরূপান্তর
১৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ১১৯৭২। সেঞ্চুরি ৩২টি ও ফিফটি ৬৩টি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/একে