শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩০ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের পর ভিয়েতনামের কাছেও বড় হার সাবিনাদের

স্পোর্টস ডেস্ক: জাপান ও ভিয়েতনাম দল দুটি নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। প্রথম ম্যাচে জাপান ৮ গোল দিয়ে কোচের ভাবনাকে সত্য প্রমান করেছে। সোমবার দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামও কম যায়নি। তারাও বাংলাদেশের জালে দিয়েছে ৬ গোল।

শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ফলাফল ৬-১। দুই ম্যাচে ১৪ গোল খেয়ে সাবিনারা বুঝতে পারছেন, দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘুরালেও এশিয়ার ফুটবলে কতটা পিছিয়ে তারা।

ভিয়েতনাম প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল ২-০ গোলে। বাংলাদেশের জালে প্রথমার্ধে ২ গোল দিয়ে বিরতিতে গিয়েছিল তারা। ভাবা হয়েছিল, গোলের সংখ্যা হয়তো বেশি বাড়াতে পারবে না ভিয়েতনাম। তবে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ফুটবল খেলে তারা ৪ গোল দিয়েছে। সূত্র: জাগোনিউজ২৪

দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ভিয়েতনাম। আর দুই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিয়েছে। বাংলাদেশ যে ম্যাচে চোখ রেখে চীন গেছে সেই নেপালের বিপক্ষে খেলা ২৮ সেপ্টেম্বর। সাবিনাদের সব মনোযোগ এই ম্যাচ ঘিরে। প্রথম দুই ম্যাচের ফলাফলের চেয়ে খেলার অভিজ্ঞতাটাই বড় বাংলাদেশের জন্য। নেপালকে হারাতে পারলেই বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে।

ভিয়েতনাম বাংলাদেশের জালে প্রথম গোল দেয় পঞ্চম মিনিটে। এরপর ৩৪ মিনিটের দেওয়া গোলে ব্যবধান বাড়ায়। বিরতির পর ৬৫,৭১, ৭৮, ৮০ মিনিটে গোল করে তারা। বাংলাদেশ ব্যবধান ৬-১ করে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে মাসুরা পারভীনের গোলে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়