শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি নেতৃত্বের প্রমাণ দিয়ে নিয়মিত অধিনায়ক হতে চাই: শান্ত

সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডে জয় পেতে বিশ্রামে থাকা দলের মূল খেলোয়াড়দের দলে ফিরিয়েছে বিসিবি। এই ম্যাচে লিটন না থাকায় টাইগারদের নেতৃত্ব দিবেন ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে নিজের নেতৃত্ব গুণকে প্রমাণ করে, নিয়মিত অধিনায়ক হওয়ার রেসে নিজের নাম লেখাতে চান তিনি। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন শান্ত।

অধিনায়কত্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে শান্ত বলেন, প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে দলকে নেতৃত্ব দেওয়ার। আমিও সেই স্বপ্নটা দেখি। এবার এক ম্যাচের জন্য সুযোগটা পেয়েছি, সেখানে নিজেকে প্রমাণ করতে চাই। আর সামনে যদি আরও সুযোগ আসে সেটাও আমি সেটা নিয়ে ভালো করার চেষ্টা করব। হ্যা অবশ্যই আমিও নিয়মিত অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমার ওপর এই ভরসা রেখেছেন বলে। আমি চেষ্টা করব প্রত্যাশা পূরণ করতে।

আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর পথচলাটা ৬ বছরের। এই সময়ে মধ্যে তাকে নানা চড়াই-উৎরাই পাড়ি দিতে হয়েছে। সব সমালোচনাকে পিছনে ফেলে তিনি হয়ে উঠেছেন এখন তারকা, দলের অন্যতম ভরসাও। এ পথ চলাটা তার কাছে কেমন ছিলো জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, ভালো-মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। শান্ত পরিস্থিতির সত্যটা মেনে নিয়ে ঘাম ঝড়িয়েছেন, পেয়েছেন তার প্রতিদানও।

দেশের ১৬তম এই অধিনায়কের অনুপ্রেরণা হিসবে কাদের স্মরণ করেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঐভাবে কোনো অনুপ্রেরণা আসলে নেই। তবে আমি সাকিব ভাইকে ফলো করি কিছুটা। অধিনায়ক হিসেবে মাঠে তিনি যেভাবে পরিকল্পনা সাজান, সেটা আমার ভালো লাগে। বিপিএলে উনার দলে ছিলাম আমি। সে সময় দেখেছি। তাছাড়া এমএস ধোনির নেতৃত্বের কৌশলটাও অনুসরণ করেছি। সম্পাদনা: তারিক আল বান্না

এসআর/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়