স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশে থাকাও তার নিশ্চিতই ছিল। কিন্তু পেটের ব্যাথার কারণে শেষ ম্যাচটা খেলতে পারবেন কিনা, তা নিশ্চিত নয় ডানহাতি এই পেসারের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন থাকলেও সেখানে যোগ দেননি তাসকিন। মঙ্গলবার মাঠে নামতে পারবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়; যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সূত্র: আরটিভি
তাসকিন খেলতে পারবেন কি না, এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।
এদিকে তাসকিনের অসুস্থতার কারণে দলের সঙ্গে থাকতে বলা হয়েছে পেসার খালেদ আহমেদকে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে থাকলেও তাসকিন, শরীফুলরা ফেরায় শেষ ম্যাচে তাঁকে রাখা হয়নি।
দলে না থাকলেও সোমবার মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে ছিলেন খালেদ। পুরোদমে বোলিং অনুশীলন করেছেন, ফিল্ডিংও করেছেন। শেষ পর্যন্ত আগামীকালের ম্যাচে তাসকিন খেলতে না পারলে থাকতে পারেন খালেদ। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/একে