শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বারুদ্ধকর ম্যাচে ভুটানের কাছে হেরে গেলো  বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: [২] অবিশ্বাস্য এক ফলাফল নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশের ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শুরুর ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। শনিবার (২৩ সেপ্টেম্বর) গ্রুপে ভুটানের বিপক্ষে ছিল অনেকটাই বাঁচা-মরার লড়াই। সেখানে একসময় তিন গোলে এগিয়েও গিয়েছিল, কিন্তু পরে এক হালি গোল খেয়ে বসে তারা। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ভুটানের কাছে ৪-৩ এ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাশেদ আহমেদ পাপ্পুর দল। - বাংলাট্রিবিউন

[৩] নেপালের কাঠমান্ডুতে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। ম্যাচ ঘড়ির ২ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। রুবেল শেখ প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারের পাশ দিয়ে জাল কাঁপান।

[৪] ২৯ মিনিটে মধ্যমাঠের এক থ্রো ধরে অন্যদের ছাড়িয়ে আসাদুল মোল্লা বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং করেন। ৩২ মিনিটে ভুটান এক গোল শোধ দেয়। কর্নার থেকে জিগমে নামগিল হেডে ব্যবধান কমান। ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই করতে পারেননি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভুটান স্কোরলাইন ২-২ করে। বক্সে ঢুকে কিংজ্যাং তেনজিম একে একে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করে জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন।

[৫] বিরতির পর খেলা আরও জমে ওঠে। ৫৭ মিনিটে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। বক্সে ঢুকে রাজু আহমেদ ডান পায়ের জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন। ৬৮ মিনিটে ভুটান ৩-৩ এ সমতায় ফেরে। জিগমে নামগিল বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে জড়িয়ে দেন জালে। ৮৪ মিনিটে ভুটান চতুর্থ গোল করে প্রথমবারের মতো লিড নেয়। 

[৬] শেষ পর্যন্ত ৪-৩ গোলে স্কোরলাইন রেখে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে তারা। গ্রুপে ভারত ও ভুটান তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। 

এলআরবি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়