সাঈদুর রহমান: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেসে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দুই দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে ৪ বলে হাতে থাকতেই ২৫৪ রানে অলআউট হয় কিউইরা। এতে ২৫৫ রানের লক্ষ্য পায় টাইগাররা।
জবাবে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবাল। তবে নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেননি টাইগার অধিনায়ক। ১৬ বলে ৬ রান করে সীমানায় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এল কে ডি। পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
তবে পাওয়ারপ্লের পরের ওভারে ইশ সোধির বলে তরুণ তানজিদ তামিম দারুণ শুরু করেও ক্যাচ উঠিয়ে দেন। এরপর সৌম্য সরকার এসেই দায়িত্বজ্ঞানহীনভাবে ক্যাচ উঠিয়ে সাজঘরে ফেরেন। এতে দ্রুত দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ।
উদিয়মান তৌহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তামিম ইকবাল। তবে হৃদয়ও ইশ সোধির গুগলিতে পরাস্ত হয়ে দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন।
এরপর মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল। তবে ৪৪ রান করে ফিফটি পূরণের আক্ষেপ নিয়ে আউট হন এই বামহাতি ব্যাটার।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত ২১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৬ রান। শেখ মাহেদী ৩ রান এবং মাহমুদুল্লাহ ২৬ রানে ব্যাট করছেন।