স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা পুরুষ দলের পাফরমেন্স দুর্দান্ত। শোচনীয় অবস্থা দেশটির নারী ফুটবল দলের। আর্জেন্টিনা পুরুষ দল কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপ জেতার পাশাপাশি ফিফা র্যাংকিংয়ের শীর্ষেও রয়েছে। ফিফা প্রীতি ম্যাচে জাপানের কাছে ৮-০ ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা নারী দল।- গোল ডটকম
নিজেদের মাঠে আর্জেন্টিনাকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল জাপান নারী দল। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই তানাকা গোল করেন জাপানকে এগিয়ে দেন। দশম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া। ২৫তম মিনিটে তাকাহাশি গোল করলে জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।
এছাড়া ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে জাপানের ৮-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়।
এলআরবি/এনএইচ