শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জালে বিশ্বচ্যাম্পিয়ন জাপানের ৮ গোল 

নিজস্ব প্রতিবেদক: মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশের নারী ফুটবলাররা। ৯০ মিনিটের খেলা তারা নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত ছিলো। তার পরও ৮ গোল হজম করতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছ থেকে। তবে বিশাল ব্যবধানে হারলেও জাপানের সঙ্গে খেলেছে, এটাও বড় প্রাপ্তি বাংলাদেশের।

‘ঢাকাপোস্ট’ জানায় ম্যাচের দুই অর্ধে বাংলাদেশ চারটি করে গোল হজম করেছে। শক্তিশালী জাপানের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্যই ছিল সম্মানজনক ব্যবধানে হারা। ৯০ মিনিট শেষে অবশ্য সেটা হয়নি। এরপরও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা সাবিনাদের অন্য ম্যাচে কাজে দেবে।

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে সব ক্ষেত্রেই এগিয়ে জাপান। তাই বল পজেশনসহ সবক্ষেত্রেই জাপান ছিল দাপুটে। ম্যাচজুড়ে বাংলাদেশ অর্ধেই বল ঘুরেছে। বাংলাদেশের খেলোয়াড়রা বল পেলেও বেশিক্ষণ পায়ে রাখতে পারেননি। সাবিনাদের এশিয়াড অভিষেকের মতো কোচ সাইফুল বারী টিটুর নারী দলের অভিষেকটিও সুখকর হয়নি। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। তারাও নারী বিশ্বকাপ খেলেছে সম্প্রতি। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারানোই মূল লক্ষ্য বাংলাদেশের।

৭ মিনিটে চিবার গোলে জাপান স্কোরলাইন খুলে। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তানিকা। ২৯ মিনিটে চিবা আরেকটি গোল করেন। বিরতির আগে আরেক গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সাকিবারার জোড়া গোল, তানিকা আরেকটি ও হুইকাতা এক গোল করেন। ফলে ৮-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সাবিনার দল।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়