শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমস ফুটবলে ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দল খেলে ভালো কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা মেলে না তাদের ভাগ্যে। এশিয়ান গেমস ফুটবলে প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ হার মানলো লাল-সবুজের দল। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে ভারতের বিরুদ্ধে হেরে যায় একমাত্র গোলে। তাও এক পেনাল্টি গোলে। শেষ দিকে সুনীল ছেত্রী ভারতকে জয় এনে দেন। 

বাংলাট্রিবিউন জানায়, বৃহস্পতিবার চীনের হাংজুতে জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চোখে চোখ রেখে খেলেছেন হৃদয়-ফাহিমরা। একের পর এক আক্রমণও হেনেছে। কিন্তু গোলের দেখা পায়নি। অ্যাটাকিং থার্ডে গিয়ে প্রতিপক্ষের গোলকিপারের বড় পরীক্ষা নেওয়া হয়নি।

২৮ মিনিটে ফাহিমের দুর্বল গড়ানো শট গোলকিপার তালুবন্দী করেন। রবিউলের শট ব্লকড হয়। এর আগে ভারত কয়েকবার চেষ্টা করে বাংলাদেশের বক্সে ঢুকেও গোলকিপার মিতুল মার্মার পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে। তবে ভারত পারেনি লক্ষ্যভেদ করতে। ৬৪  মিনিটে ভারতের একজনের ফ্রি কিক পোস্টে লেগে গোল হয়নি। ৭৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। মজিবর রহমান জনি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

ম্যাচ যখন পয়েন্ট ভাগাভাগির দিকে যাচ্ছিল সেই সময় ভারত গোল পায়। ৮২ মিনিটে পেনাল্টির নির্দেশ আসে। ভারতের বক্সে রহমত বলে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের একজনের পায়ে আঘাত হানেন। রেফারি স্পট কিকের নির্দেশ দিলে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। সুনীল ছেত্রী স্পট কিক থেকে ঠিকই জাল কাঁপান। যদিও বলের লাইনে ঝাঁপালেও গোলকিপার মিতুল মার্মা অল্পের জন্য নাগাল পাননি। বাকি সময়ে বাংলাদেশ চেষ্টা করেও পারেনি গোল শোধ দিতে।

২৪ সেপ্টেম্বর চীনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের শেষ ষোলোতে উঠা অনিশ্চিত বলা চলে। তবে শেষ ম্যাচ জিততে পারলে হয়তো তৃতীয় সেরা দল হয়ে খেলার সুযোগ থাকবে। তবে সেটা যে বেশ কঠিন তা এখনই বলে দেওয়া যায়। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়