শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪২ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের আনন্দের জয়

সাঈদুর রহমান: [২] অনেক আশা আর স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছিলো বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শুরুতে ভরাডুবির পরও আফগানদের কাঁদিয়ে সুপার ফোরে উঠেছিলো টাইগাররা। সুপার ফোরেও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয় সাকিব-বাহিনী। ফলে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে সুপার ফোরের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সুখময় স্মৃতি নিয়ে এশিয়া কাপ শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

[৩] শুক্রবার কলোম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে সাকিব ও হৃদয়ের নৈপুণ্যে ভারতকে ২৬৬ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ বল হাতে থাকতে ২৫৯ রানে অলআউট হয় ভারত। এতে রোহিত-কোহলিদের বিপক্ষে ৬ রানে জয় পায় সাকিবের দল। ব্যাট হাতে দায়িত্বশীল ৮০ রান এবং  বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

[৪] এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় টাইগাররা। শূন্য রানে মোহাম্মদ শামির বলে বোল্ড আউট হয়ে ফেরেন এই টাইগার ওপেনার। ১৩ রান করে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর ৪ রানে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। 

[৫] ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মিরাজও। ১৩ রানে মিরাজ আউট হলে চার উইকেট হারিয়ে চাপে পাড়ে টাইগাররা। তবে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত ব্যাটিং করে ৬৫ বলে নিজের ফিফটি পূরণ করেন টাইগার অধিনায়ক।

[৬] দুজনের ব্যাটে ভর করে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর ৮৫ বলে ৮০ রান করে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে আউট হন সাকিব। কিন্তু অপর প্রান্তে থিতু হন হৃদয়। ৭৭ বলে নিজের ফিফটি পূরণ করার পর মাত্র ৪ রান তুলে আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর ব্যাটিংয়ে আশা জাগান নাসুম আহমেদ ও শেখ মাহেদী।

[৭] ৪৫ বলে ৪৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন এই বাম হাতি ব্যাটার।  শেষ পর্যন্ত তানজিম হাসান সাকিরের ৮ বলে ১৪ রান এবং মাহেদীর ২৩ বলের অপরাজিত ২৯ রানে ভর করে ২৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। 

[৮] জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিত ও তিলাক বর্মাকে সাজঘরে ফেরান ওয়ানডেতে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শুভমান গিল। ১৯ রান করে রাহুল আউট হলে, ৫ রান করে তার দেখানো পথে হাঁটেন ঈষান কিষান। এদিন ব্যাটে আলো ছড়াতে পারেনি সুরিয়া কুমার যাদবও। ২৬ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। কিন্তু অপর প্রান্তে থিতু হন গিল। নিয়ন্ত্রিত ব্যাট করে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ১৩৩ বলে ১২১ রান করে গিল আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সাতবারের চ্যাম্পিয়নরা। 

[৯] তবে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর আশা জাগালেও শেষ রক্ষা হয়নি ভারতের। শার্দুল (১১), অক্ষর (৪২) ও শামি ৬ রানে আউট হলে ২৫৯ রানে অলআউট হয় রোহিত কোহলিরা। এতে ৬ রানে ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ। 

[১০] বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। স্পিনার শেখ মাহেদী ও অভিষেক ম্যাচে দুই উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। এছাড়াও সাকিব ও মিরাজ একটি করে উইকেট নেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়