স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে ফাইনালের প্রথম ইনিংসে দারুণ খেলেছে। স্টিভেন স্মিথ আর ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা তুলেছে ৪৬৯ রান। ইংলিশ কন্ডিশনে ভারতীয় ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ভারতের দুই পেসার বল হাতে ‘সেঞ্চুরি’ করেছেন।
দ্য ওভালে চলমান ফাইনালে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে প্রথম দেড় দিন। দ্বিতীয় সেশনের শেষদিকে তারা অল-আউট হয়। চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডের ২৮৫ রানের দারুণ জুটিটাই অজিদের বড় স্কোর ভিত রচনা করে দিয়েছে। ক্রিকইনফো
বুধবার প্রথম দিনেই ১০৬ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন হেড। আজ তিনি আউট হন ১৭৪ বলে ১৬৩ রান করে। অনেকটা ওয়ানডে স্টাইলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ২৫টি চার এবং ১টি ছক্কা। বৃহস্পতিবার স্মিথ পৌঁছে যান তিন অংকে।
ক্যারিয়ারের ৩১ নম্বর সেঞ্চুরি করতে তিনি খেলেন ২২৯ বলে। টেস্ট মেজাজে অসাধারণ ব্যাটিং করা স্মিথ পরে আউট হয়েছেন ১২১ রানে। তার ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি। মিডল অর্ডারে উইকেটকিপার অ্যালেক্স কোরি ৪৮ রান করেন। পরের কেউ আর দুই অংকও ছুঁতে পারেননি। ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ২৮.৩ ওভারে ১০৮ রানে নেন ৪টি উইকেট। ২টি করে নিয়েছেন শার্দুল ঠাকুর আর মোহাম্মদ শামি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৩০ রানে ২ উইকেট হারিয়েছে। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসবি২