শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবালেঙ্কা ও জুবায়ের ফ্রান্স ওপেনের শেষ আটে

তারিক আল বান্না: বিশ্বের দুই নম্বর মহিলা খেলোয়াড় বেলারুশের আরিনা সাবালেঙ্কা চলমান বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিস আসর ফ্রান্স ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তার সঙ্গে শেষ আটের টিকিট পেয়েছেন তিউনেশিয়ার সারা জাগানো তারকা অন্স জুবায়ের। 

বছরের প্রথম গ্রান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা সরাসরি ৭-৬ ও ৬-৪ সেটে মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোনি স্টিফেন্সকে পরাজিত করেন।

সপ্তম বাছাই ২৮ বছর বয়সী জুবায়ের সরাসরি ৬-৩ ও ৬-১ সেটে যুক্তরাষ্ট্রের বারনারডা পেরাকে হারিয়ে দেন। ফ্রান্স ওপেনে এই প্রথম শেষআটে উঠলেন জুবায়ের। তিনি ২০২২ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে খেলেন। কিন্তু গত বছর ফ্রান্স ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন। জুবায়েরের আরও একটি কৃতিত্ব হলো, তিনি বছরের চারটি গ্রান্ড স্লামেরই শেষআটে উঠেছেন। বিশ্বের ৩৬ নম্বর খেলোয়াড় পেরাও ২৮ বছর বয়সী খেলোয়াড়। তিনি প্রথমবারের মতো গ্রান্ড স্লাম খেলতে এসে শেষষোলতে উঠলেও আর এগিয়ে যেতে পারলেন না।      

ইউক্রেনের এলিনা সিতোলিনা চতুর্থ রাউন্ডের ম্যাচে নবম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে সরাসরি ৬-৪ ও ৭-৬ সেটে পরাজিত করে শেষ আটে উঠেছেন। 

এদিকে, বিশ্বের ১৪ নম্বর খেলোয়াড় ২৭ বছর বয়সী ব্রাজিলের বিয়ারতিজ হাদ্দাদ মাইয়া কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখালেন। হাদ্দাদ তীব্র লড়াইয়ের পর স্পেনের সরিবেস তোরমোকে ৬-৭, ৬-৩ ও ৭-৫ সেটে পরাজিত করেন। তিনি হলেন দেশটির দ্বিতীয় খেলোয়াড় যিনি ফ্রান্স ওপেনের শেষ আটে উঠেছেন। সম্পাদনা: এল আর বাদল

টিএবি/এলআরবি/এনএইচ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়