শিরোনাম
◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন ◈ হাদি হত্যার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, আজকের মতো শাহবাগ কর্মসূচি স্থগিত (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৪:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালের হয়ে এখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন রোনালদো

রোনালদো

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের স্বপ্ন নিয়ে পর্তুগালকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসরে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা ফুটবলার। কোচের সঙ্গে বিবাদের জেরে বেঞ্চে বসে থাকা রোনালদোর সেই দৃশ্যকে অনেকেই ফুটবলের একটা অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখছিলেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ম্যাচ শেষে টানেল দিয়ে রোনালদোর অশ্রুসজল বিদায় আক্ষরিক অর্থেই একটা যুগের সমাপ্তি হিসেবে ধরা হয়েছিল। তবে বিশ্বকাপের পর রোনালদো যেন আবারও নিজেকে নতুন করে খুঁজে নিয়েছেন পর্তুগাল দলে। নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাকে ঘিরেই সাজাচ্ছেন জাতীয় দলের পরিকল্পনা। সূত্র: স্ট্রেইট টাইমস

বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। মৌসুম শেষ করে জনকল্যাণমূলক কাজের জন্য সিঙ্গাপুর সফর করেন এই তারকা। সেখানে রোনালদোর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের করা হলে, জবাবে পর্তুগালের হয়ে আবারো বিশ্বকাপে অংশ নেওয়ার কথা বলেন তিনি। রোনালদো বলেন, আমি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। আমি মনে করি, লক্ষ্যটাকে স্বল্প ও মধ্য মেয়াদি ভাগে ভাগ করাটা খুবই জরুরি। এরপর দেখা যাক, কী হয়। তবে এখনো দেশের হয়ে বিশ্বকাপে মাঠে নামার স্বপ্ন দেখি। 

সম্প্রতি সৌদি আরবে তার খেলা নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। সৌদি আরবে তিনি নাকি মানিয়ে নিতে পারছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছিলো, রোনালদো আল নাসর থেকে ইউরোপে ফেরার পথ খুঁজছেন। সৌদি আরব ‘আধুনিক সমাজ থেকে অনেক পিছিয়ে’ এমনটাই নাকি মনে করেন এই পর্তুগিজ তারকা। সূত্র: মুন্দো দেপোর্তিভো

কিন্তু সৌদি প্রো লিগকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। আগামী মৌসুমেও আল নাসরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হতে সৌদি প্রো লিগকে আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়