স্পোর্টস ডেস্ক: সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ ‘প্রবাসী গ্যালারি’ করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। এই দাবিটির চূড়ান্ত বাস্তবায়নের জন্য গত ১লা জুন বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামানের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। পাশাপাশি বিলেতে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশ ক্রীড়া পরিষদের এই দাবিটির সাথে একাত্মতা প্রকাশ করে তাঁরাও ঐদিন প্রধানমন্ত্রীর বরাবর দাবীটি বাস্তবায়নের জন্য বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। সূত্র: মানবজমিন
উভয় স্মারকলিপি সহকারী হাইকমিশনার মো: আলীমুজ্জামানের হাতে তুলে দেন, বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের সাবেক সভাপতি সাব্বির হোসাইন, সহ-সভাপতি এবং বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ, সহ সভাপতি নাসির উদ্দিন হেলাল, সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল, মহিলা সম্পাদিকা ফাহিমা রহিম, সদস্য আব্দুর রহমান সেলিম এবং সাংবাদিক ও পরিষদের সদস্য মোর্শেদ চৌধুরী। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/এসবি২