শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচপির ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন হান্নান সরকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ যুব দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই। ভালোভাবেই নির্বাচকের দায়িত্ব পালনের পাশাপাশি এবার আরো একটি নতুন দায়িত্বে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সম্প্রতি বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান। রাজশাহীতে শনিবার থেকে এইচপির অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

প্রধান কোচ ডেভিড হেম্পের অধীনে শুরু হয়েছে এই অনুশীলন। প্রথমদিনই দলের সঙ্গে যুক্ত হয়েছেন হান্নান। গণমাধ্যমে নিজের ভবিষ্যতের কথা জানিয়েছেন , পরবর্তীতে যুক্ত হতে চান পূর্ণাঙ্গ কোচিং পেশায়। ফলে সেই প্রক্রিয়া এখন থেকে শুরু করেছেন সাবেক এই ক্রিকেটার।

হান্নান বলছেন, আপাতত কাজ শুরু করেছি, সামনে তো অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। 

এরপর সেখানে যাবো। কাজ করবো কিছুদিন, মূলত এই বছরটা এইচপিতে থাকার প্ল্যান আছে। পরে আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ রয়েছে সামনে। তাদের পাশাপাশি এইচপি ইউনিটটা একসঙ্গে মিলিয়ে করব, যদিও দুটার সময় মিলে আরকি। খেলার আগে ক্যাম্প হলে থাকব। ভবিষ্যতে কোচিংয়ে শিফট হব, সে কারণে এখন থেকেই কাজ শুরু করা আরকি।

এর আগে এইচপির জন্য মনোবিদ ডেভিড স্কটকে এবং হেম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারও আগে ঘোষণা করা হয় ২৫ সদস্যের এইচপি স্কোয়াড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাস্পের দলে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়