শিরোনাম
◈ দুই বাংলার সিনেমা অঙ্গনে বাড়ছে ‘দুরত্ব’ ◈ ‘বিড়াল ধরে খাওয়ার অপরাধে’ হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প ◈ বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের ◈ বাংলাদেশ ও ভারতের তিনজন করে ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে  ◈ ধর্ষণ মামলা নিতে দেরি করায় ওসি গ্রেপ্তার! ◈ সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল ◈ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী ◈ ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ বিপাকে আওয়ামী লীগের পলাতক নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ◈ এভাবে মার খেয়ে আমরা কারখানায় যাব না : এ কে আজাদ

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচপির ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন হান্নান সরকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ যুব দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই। ভালোভাবেই নির্বাচকের দায়িত্ব পালনের পাশাপাশি এবার আরো একটি নতুন দায়িত্বে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সম্প্রতি বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন হান্নান। রাজশাহীতে শনিবার থেকে এইচপির অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

প্রধান কোচ ডেভিড হেম্পের অধীনে শুরু হয়েছে এই অনুশীলন। প্রথমদিনই দলের সঙ্গে যুক্ত হয়েছেন হান্নান। গণমাধ্যমে নিজের ভবিষ্যতের কথা জানিয়েছেন , পরবর্তীতে যুক্ত হতে চান পূর্ণাঙ্গ কোচিং পেশায়। ফলে সেই প্রক্রিয়া এখন থেকে শুরু করেছেন সাবেক এই ক্রিকেটার।

হান্নান বলছেন, আপাতত কাজ শুরু করেছি, সামনে তো অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ রয়েছে। 

এরপর সেখানে যাবো। কাজ করবো কিছুদিন, মূলত এই বছরটা এইচপিতে থাকার প্ল্যান আছে। পরে আবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ রয়েছে সামনে। তাদের পাশাপাশি এইচপি ইউনিটটা একসঙ্গে মিলিয়ে করব, যদিও দুটার সময় মিলে আরকি। খেলার আগে ক্যাম্প হলে থাকব। ভবিষ্যতে কোচিংয়ে শিফট হব, সে কারণে এখন থেকেই কাজ শুরু করা আরকি।

এর আগে এইচপির জন্য মনোবিদ ডেভিড স্কটকে এবং হেম্পকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারও আগে ঘোষণা করা হয় ২৫ সদস্যের এইচপি স্কোয়াড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন টিপু সুলতান, নাঈম আহমেদ, আসাদুল্লাহ আল গালিবের মতো ক্রিকেটাররা। এছাড়া ফার্স্ট ডিভিশনে নজর কাড়া পারফর্ম করা আরিদুল ইসলাম আকাশও রয়েছেন এই ক্যাস্পের দলে। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়