শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচপি ইউনিটে আশরাফুলকে কোচ হিসেবে নিতে পারে বিসিবি

মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ কারণেই তাকে কোচ হিসেবে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আশরাফুল রাজি থাকলে তাকে এইচপি ইউনিটে যুক্ত করতে পারে বিসিবি।

ব্যাট হাতে আশরাফুল মহাকাব্য লিখতেন, আশরাফুল মহাকাব্য লিখতেন সেই ২০০১ সাল থেকে। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার তিনি। ২২ গজ দাপিয়েছেন দীর্ঘদিন। তবে সব কিছুরই শেষ আছে। আশরাফুলের খেলোয়াড়ি জীবনও শেষের পথে। জাতীয় দলে সবশেষ খেলেছেন এক দশক আগে। ঘরোয়া ক্রিকেটেও নন নিয়মিত। তাই ভবিষ্যতের কথা ভেবেই কোচিং বেছে নেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। সূত্র. সময়টিভি অনলাইন

সম্প্রতি আরব আমিরাত থেকে আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন অ্যাশ। যার ফলে জুনিয়র লেভেল থেকে জাতীয় দল; সব পর্যায়ে কোচিং করাতে পারবেন তিনি। তাকে সুযোগ করে দিতে চায় ক্রিকেট বোর্ডও। হেড কোচ ডেভিড হেম্পের অধীনে গেলো মাসে শুরু হয়েছে এইচপি ক্যাম্প। সেই কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করতে দেয়া হবে প্রস্তাব।

এ সম্পর্কে বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের ভাইস চেয়ারম্যান আকরাম খান বলেন, বাংলাদেশের ক্রিকেট পপুলার হয়েছে আইসিসি ট্রফি জেতার পর। আর ব্যক্তিগতভাবে কাউকে আইকন ভাবলে সেটা কিন্তু আশরাফুল। অনেক জনপ্রিয় ছিল ও, সম্প্রতি লেভেল থ্রি কোচিং করেছে। ওকে দেশের ক্রিকেটে ইনভলভ করতে পারলে সেটা দেশের জন্য অনেক ভালো হবে।

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়