শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৩:২০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স ওপেনে গার্সিয়াকে হারিয়ে চমক ব্লিনকোভার 

তারিক আল বান্না: স্বাগতিক ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে চমক দেখালেন রাশিয়ার আন্না ব্লিনকোভা। তীব্র লড়াইয়ের পর ব্লিনকোভা ৪-৬, ৬-৩ ও ৭-৫ সেটে জয়লাভ করেন। গার্সিয়া বিদায় নিলেও বিশ্বের দুই নম্বর খেলোয়াড়, অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বেলারুশের আরিনা সাবালেঙ্কা জয় পেয়ে তৃতীয় রাউন্ডের টিকিট লাভ করেছেন। ফ্রান্স ওপেনের সাবেক চ্যাম্পিয়ন জেলেনা অস্তাপেনকোও বিদায় নিয়েছেন। সূত্র: টেনিস২৪.কম 

পঞ্চম বাছাই গার্সিয়া হলেন এখন পর্যন্ত পরাজিত হওয়া সর্বোচ্চ র‌্যাংকধারী মহিলা খেলোয়াড়। সাবালেঙ্কা সরাসরি ৭-৫ ও ৬-২ সেটে স্বদেশী ইরনা শাইমানোভিচকে পরাজিত করেন। সাবালেঙ্কা তৃতীয় রাউন্ডে খেলবেন পোল্যান্ডের ম্যাগদালিনা ফ্রেচ অথবা রাশিয়ার কামিলা রাখিমোভার সঙ্গে। 

২০১৭ সালের চ্যাম্পিয়ন, ১৭তম বাছাই অস্তাপেনকোকে দারুণ লড়াই করে ৬-৩, ১-৬ ও ৬-২ সেটে হারিয়ে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেবুট্যান্ট খেলোয়াড় ২১ বছর বয়সী পেটন স্টিয়ার্নস। স্টিয়ার্নস পরের রাউন্ডে খেলবেন নবম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনার সঙ্গে। কাসাতকিনা সরাসরি ৬-৩ ও ৬-৪ সেটে মারকেতা ভনদ্রোসোভাকে হারিয়ে দেন। 

তৃতীয় বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা তৃতীয় রাউন্ডে উছেছেন তার প্রতিপক্ষ ইতালির কামিলা গিয়র্গি প্রথম সেটে হেরে যাওয়ার পর ইনজুরিতে পড়ায়। পেগুলা তৃতীয় রাউন্ডে খেলবেন ২৮তম বাছঅই বেলজিয়ামের এলিস মার্তেনসের বিপক্ষে। মার্তেনস সরাসরি কলম্বিয়ার কামিলা অসরিওকে পরাজিত করেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোনি স্টিফেন্স তৃতীয় রাউন্ডে খেলবেন কাজাখস্তানের ইয়োলিয়া পুতিনসেভোর সঙ্গে। পুতিনসোভা সরাসরি ৬-২ ও ৬-১ সেটে রাশিয়ার ভারভারা গ্রাচিভাকে পরাস্থ করেন। সম্পাদনা: এল আর বাদল   

এলআরবি/এএ        

  • সর্বশেষ
  • জনপ্রিয়