শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৬:২০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স ওপেনের দ্বিতীয় রাউন্ডে জেসিকা 

ফ্রান্স ওপেনের দ্বিতীয় রাউন্ডে জেসিকা 

তারিক আল বান্না: বিশ্বের তিন নম্বর মহিলা টেনিস তারকা জেসিকা পেগুলাস সহজ জয় পেয়ে ফ্রান্স ওপেন টেনিস টুর্নামেন্টের একক ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। সোমবার বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম এই আসরের প্রথম রাউন্ডের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা সরাসরি ৬-৪ ও ৬-২ সেটে স্বদেশী ডানিয়েলা কলিন্সকে পরাজিত করেন।  সূত্র: টনিস২৪.কম 

একমাত্র গ্রান্ড স্লাম ক্লে কোর্ট আসরে দিনের অপর এক ম্যাচে বিশ্বের ১৫ নম্বর খেলোয়াড় রাশিয়ার ২৪ বছর বয়সী লিউদমিলা ম্যামসোনোভা অতি সহজেই সরাসরি ৬-০ ও ৬-১ সেটে যুক্তরাষ্ট্রের কেটি ভলিনেটসকে পরাস্থ করেন। 

বিশ্বের নয় নম্বর খেলোয়াড় রাশিয়ার ২৬ বছর বয়সী দারিয়া ক্যাসাথকিনা সরাসরি ৬-৩ ও ৬-৪ সেটে  জার্মানীর ২৩ বছর বয়সী খেলোয়াড় জুলে নিমেরকে হারিয়ে দেন। 

যুক্তরাষ্ট্রের কায়লা ডে ৭-৫ ও ৬-১ সেটে ফ্রান্সের ক্রিসতিনা ম্লাদেনোভিককে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন। কায়লা প্রথম সেটে কঠিণ লড়াইয়ের মুখে পড়লেও দ্বিতীয় সেটে বেশ সহজেই জিতে যান। 

বিশ্বের ২০ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের মাডিসন কেইস তীব্র লড়াই করে এস্তানিয়ার কাইয়া কানেপিকে হারিয়ে দেন প্রথম রাউন্ডের ম্যাচে। কেইস জয়লাভ করেন ৬-১, ৩-৬ ও ৬-১ সেটে।  

এছাড়া মহিলা একক ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বারনার্ডা পেরা, কলাম্বিয়ার ক্যামিলা অসোরিও, রাশিয়ার অ্যানাস্থিয়া পাভলুচেনকোভা, ক্রোয়েশিয়ার দোনা ভেকিস ও যুক্তরাষ্ট্রের স্লোনি স্টিফেন্স। সম্পাদনা: এল আর বাদল 

টিএবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়