স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ও ভারতের মধ্যে এশিয়া কাপ নিয়ে বৈরিতা চলছে দীর্ঘদিন ধরে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি) এ নিয়ে সমাধানে আসতে পারেনি। এশিয়া কাপ নিয়ে দুই দেশের সম্পর্ক যে চরম পর্যায়ে রয়েছে সেটি সকলেরই জানা। এশিয়া কাপ নিয়ে চলমান নাটকীয়তার মধ্যেই দুই দিনের সফরে পাকিস্তান সফরে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছে এশিয়া কাপ। দ্রুত এর সঠিক সমাধান করা না হলে এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপেও। ধারণ করা হচ্ছে, আইসিসি চেয়ারম্যানের সফরে বর্তমান পরিস্থিতির দ্রুত এবং ইতিবাচক সমাধান নিয়েও আলোচনা হতে পারে। চ্যানেল২৪
দুই দিনের সফরে মঙ্গলবার পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও নির্বাহী পরিচালক জিওফ আলার্দিসি। সফরে তারা পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী, প্রধান পরিচালক কর্মকর্তা ব্যারিস্টার সালমান নাসের এবং পিসিবির বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাকিস্তান যাচ্ছেন বার্কলে। ২০০৮ সালের পর বার্কলে আইসিসির প্রথম চেয়ারম্যান যিনি পাকিস্তান সফরে যাচ্ছেন। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ