শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে দলের নেতৃত্ব দিতে চায় বার্সেলোনা

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর ক্লাব ফুটবলে চমক দেখাতে পারেননি লিওনেল মেসি। আগামী মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। তবে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াতে চায় না এই তারকা ফুটবলার। তাই মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়বেন এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু আগামী মৌসুমে লিও কোথায় খেলবেন তা এখনও নিশ্চিত নয়। সমকাল 

সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসির সৌদি আরবের লিগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল হিলালে মোটা অঙ্কের বেতনের প্রস্তাবে রাজি হয়ে যেতে পারেন তিনি। সৌদির ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে ওই সম্ভাবনা জোরালো হচ্ছে।  গোলডটকম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মেসি পাঁচশত মিলিয়ন ডলার বেতনের প্রস্তাব পায়ে ঠেলতে পারেন কেবল বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য। মেসির পিএসজি থেকে পাওয়া বেতনের পাঁচগুন বেতন প্রস্তাব করেছে আল হিলাল। বার্সায় আসলে বর্তমান বেতনের এক চতুর্থাংশে খেলতে হবে তার। 

সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, ওই কম বেতনেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। দলে থাকা গাভির মতো খেলোয়াড়কে নিবন্ধন করাতে, নতুনদের স্বাগত জানাতে ক্লাবটি ২০০ মিলিয়ন ইউরোর ফান্ড তৈরির চেষ্টা করছে। 

মেসিকে শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুতে আনতে পারলে তার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেবে লা লিগা চ্যাম্পিয়ন দলটি। মুন্ডো দেপোর্তিভো এমনটাই জানিয়েছে। 
মেসি ক্যাম্প ন্যু ছাড়ার পর বার্সার নেতৃত্বভার পান সের্গিও বুসকেটস। স্প্যানিশ মিডফিল্ডার বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই পথে হেঁটেছেন জর্ডি আলবাও। মেসি ঘরে ফিরলে তিনিই তাই নেতৃত্বভার পাবেন। শেষ পর্যন্ত মেসি ঘরে না ফিরলে রর্বাট লেভানডভস্কি, রোনাল্ড আরাজু বা মার্ক টের স্টেগান পেতে পারেন ওই দায়িত্ব। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়