শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে দলের নেতৃত্ব দিতে চায় বার্সেলোনা

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর ক্লাব ফুটবলে চমক দেখাতে পারেননি লিওনেল মেসি। আগামী মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। তবে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়াতে চায় না এই তারকা ফুটবলার। তাই মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়বেন এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু আগামী মৌসুমে লিও কোথায় খেলবেন তা এখনও নিশ্চিত নয়। সমকাল 

সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসির সৌদি আরবের লিগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল হিলালে মোটা অঙ্কের বেতনের প্রস্তাবে রাজি হয়ে যেতে পারেন তিনি। সৌদির ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে ওই সম্ভাবনা জোরালো হচ্ছে।  গোলডটকম

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মেসি পাঁচশত মিলিয়ন ডলার বেতনের প্রস্তাব পায়ে ঠেলতে পারেন কেবল বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য। মেসির পিএসজি থেকে পাওয়া বেতনের পাঁচগুন বেতন প্রস্তাব করেছে আল হিলাল। বার্সায় আসলে বর্তমান বেতনের এক চতুর্থাংশে খেলতে হবে তার। 

সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, ওই কম বেতনেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। দলে থাকা গাভির মতো খেলোয়াড়কে নিবন্ধন করাতে, নতুনদের স্বাগত জানাতে ক্লাবটি ২০০ মিলিয়ন ইউরোর ফান্ড তৈরির চেষ্টা করছে। 

মেসিকে শেষ পর্যন্ত ক্যাম্প ন্যুতে আনতে পারলে তার হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেবে লা লিগা চ্যাম্পিয়ন দলটি। মুন্ডো দেপোর্তিভো এমনটাই জানিয়েছে। 
মেসি ক্যাম্প ন্যু ছাড়ার পর বার্সার নেতৃত্বভার পান সের্গিও বুসকেটস। স্প্যানিশ মিডফিল্ডার বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই পথে হেঁটেছেন জর্ডি আলবাও। মেসি ঘরে ফিরলে তিনিই তাই নেতৃত্বভার পাবেন। শেষ পর্যন্ত মেসি ঘরে না ফিরলে রর্বাট লেভানডভস্কি, রোনাল্ড আরাজু বা মার্ক টের স্টেগান পেতে পারেন ওই দায়িত্ব। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়