স্পোর্টস ডেস্ক: ফ্রি এজেন্ট হিসেবে পিএসজিতে যোগ দেবার আগাম আলোচনার গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ তারকা মার্কো অ্যাসেনসিওকে নিয়ে। এবারের গ্রীষ্মে স্প্যানিশ এই ফরোয়ার্ডের সঙ্গে মাদ্রিদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ইতোমধ্যেই চুক্তি নবায়নের বিষয়ে মাদ্রিদের পক্ষ থেকে তিনি প্রস্তাব পেয়েছেন। চুক্তির আর্থিক বিষয়াদী নিয়ে অ্যাসেনসিও সন্তুষ্টিও প্রকাশ করেছেন। কিন্তু এবারের মৌসুমে লা লিগার অর্ধেকের কম ম্যাচে মূল একাদশে সুযোগ পাওয়ায় অ্যাসেনসিও মৌসুমের শেষে মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইএসপিএন
জানা গেছে, অ্যাস্টন ভিলা, জুভেন্টাস ও এসি মিলান সম্প্রতি অ্যাসেনসিওর ব্যপারে আগ্রহ দেখিয়েছে। কিন্তু অ্যাসেনসিওকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে পিএসজির প্রস্তাব। অ্যাসেনসিওর এজেন্ট জর্জ মেনডেসের সঙ্গে ভাল সম্পর্কের সুবাদে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস আসন্ন চুক্তির বিষয়ে আশাবাদী বলে নিশ্চিত করেছে।
গ্রীষ্ম মৌসুমে ট্রান্সফার মার্কেটে বড় পরিবর্তন করতে চাচ্ছে পিএসজি। এর মধ্যে লিওনেল মেসির বিদায় প্রায় নিশ্চিত। একইসঙ্গে কোচ ক্রিস্টোফে গাল্টিয়ারও দল ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছে। ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে সম্পর্ক শেষ করতে চাচ্ছে প্যারিসের জায়ান্টরা। একইসঙ্গে আক্রমণভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গীর খোঁজে রয়েছে। এ কারনেই ২৭ বছর বয়সী অ্যাসেনসিওর ব্যপারে আগ্রহী হয়ে উঠেছে পিএসজি। ফ্রি এজেন্ট হিসেবে ক্যারিয়ারের সেরা সময়টা হয়তো প্যারিসেই কাটাতে পারবেন এই স্প্যানিশ তারকা। গোলডটকম
আর্থিক বিষয়দী বাদ দিলে অ্যাসেনসিও বিশ্বাস করেন আগামী মৌসুমে মাদ্রিদে তার খেলার সময় হয়তো বাড়বে না। এ কারনে আগামী ৩০ জুন সান্তিয়াগো বার্নব্যু ত্যাগ তার প্রায় নিশ্চিতই বলা যায়। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/এসবি২