শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৪:০৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে হারিয়ে ইতিহাসের পাতায় আফগানিস্তান

আফগানিস্তান দল

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে প্রথমবার পাকিস্তানকে বধ করলো আফগানিস্তান। শুক্রবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। ১৩ বল বাকি থাকতেই আফগানিস্তান ৯৩ রানের টার্গেটে পৌঁছে যায়। এরই সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি পাকিস্তানকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন আফগানিস্তানের ক্রিকেটাররা। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম টি-টোয়েন্টির কোনও ম্যাচে খেলতে নামল পাকিস্তান। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে শুক্রবারের ম্যাচে নামে আফগানিস্তান। যদিও পাক অধিনায়ক বাবর আজম সহ পাঁচ সিনিয়র ক্রিকেটার এই সিরিজে খেলছেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তাদের বিশ্রাম দিয়েছে। তা সত্ত্বেও, পাকিস্তানের মতো হেভিওয়েট দলের আফগানিস্তানের কাছে হারা যথেষ্ট বিস্ময়ের। - কলকাতাটিভি

টসে জিতে  প্রথমে ব্যাট করে পাকিস্তান। মুজিব উর রহমান, ফজলহক ফারুকির দাপটে শুরুতেই বেকায়দায় পড়ে পাক ব্যাটাররা। আফগান অধিনায়ক রশিদ খানও এক উইকেট নেন। শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৯২ রান করে পাকিস্তান। তাদের হয়ে সর্বোচ্চ রান ইমাদ ওয়াসিমের ১৮।   

৯৩ রান তুলতে গিয়ে প্রথমদিকেই হিমশিম খেতে হয়েছিল আফগান ব্যাটারদের। মাত্র ২৭ রানের মাথায় ৩ উইকেট পড়ে যায় তাদের। রহমতুল্লা গুরবাজ , ইব্রাহিম জারদান, গুলাবদিন নায়েবের পরে করিম জন্নতও নেমেই আউট হয়ে যান। মাত্র সাত রান করে করিম জন্নত ফিরে যান। এরপর ক্রিজে নেমে দলের হাল ধরেন মহম্মদ নবি। ৩৩ বলে ৩৮ রান করে দেশকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তিনি। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়