শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ইয়ান বোথাম 

ইয়ান বোথাম 

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে ক্রশমই বড় হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের বাজার। জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে আয়ের পরিমাণও। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) আয়ের অনেকটা অংশ আসে আইপিএল থেকে। তবে টাকার আইপিএল কতদিন স্থায়ী হবে তা নিয়ে সন্দিহান ইয়ান বোথাম।

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ বলা হয়েছে থাকে টেস্ট ক্রিকেট। সময়ের পরিক্রমায় সাদা পোশাকের ক্রিকেট হয়ে উঠে সম্মান আর মর্যাদার। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে লাল বলের ক্রিকেটের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। টেস্ট ম্যাচ দেখতে গ্যালারিতে হুমড়ি খেয়ে পড়েন দেশটির সমর্থকরা। তাদের তুলনায় টেস্ট নিয়ে আগ্রহ খানিকটা কম উপমহাদেশে। - ক্রিকফ্রেঞ্জি

ভারত কিংবা বাংলাদেশের মতো দেশে ক্রিকেটের জনপ্রিয়তা টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে নিয়ে। ভারতের দৃশ্যপট পাল্টে দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। তাদের এমন উন্মদনা দেখে বোথাম মন্তব্য করেছেন, ভারতের মানুষের কাছে আইপিএলই সব। তারা টেস্ট ক্রিকেট দেখেন না।

মিরর স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বলেন, ভারতে আইপিএল সবকিছু। ওখানকার লোক টেস্ট ক্রিকেট দেখে না। ভারত আইপিএলে প্রচুর অর্থ উপার্জন করে। এটা শুনতে দারুণ লাগলেও কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটা বলা যাবে না। টেস্ট ক্রিকেট ১০০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। এটা কোথাও পালিয়ে যাচ্ছে না। আর আমরা যদি টেস্ট ক্রিকেটকে হারাই তাহলে ক্রিকেট খেলাটাকেও হারিয়ে ফেলব।

প্রতি বছরের নির্দিষ্ট একটি সময়ে দেখা মেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্টের লড়াই। ৫ ম্যাচের টেস্ট সিরিজকে বলা হয়ে থাকে অ্যাশেজ। যা দেশ দুটির কাছে আত্মসম্মানের সিরিজ। অ্যাশেজে বরাবরই গ্যালারি ভর্তি সমর্থক থাকে। লর্ডস কিংবা মেলবোর্নে খেলা হলে টিকিট পাওয়াই দুরূহ হয়ে দাঁড়ায়। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়