স্পোর্টস রিপোর্টার: শ্যুটিং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। এই ইভেন্টে অনেক আন্তর্জাতিক পদক পেয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি লাল-সবুজের দেশ। এবার সেই বৃত্ত ভেঙে সাফল্যের চূড়ায় বাংলাদেশের নারী শ্যুটার কামরুন নাহার কলি।
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বিশ্বকাপ শ্যুটিংয়ের ফাইনালে কলি নতুন দিগন্তের সূচনা করেছেন। ১০ মিটার এয়ার রাইফেল মহিলা ব্যক্তিগত ইভেন্টে তিনি অষ্টম হয়েছেন। বিশ্বকাপ শ্যুটিংয়ে কলির এই পারফরম্যান্সকে ইতিহাস হিসেবে আখ্যায়িত করলেন সাবেক শ্যুটার শারমিন আক্তার রত্না। তিনি বললেন, আমরা কখনো বিশ্বকাপ শ্যুটিংয়ে ফাইনাল রাউন্ডে খেলতে পারিনি। কলি সেটি করে দেখালো। আমরা শ্যুটিং অঙ্গন দারুণ গর্বিত।
কলি ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশনে ষষ্ঠ হয়েছিলেন। ৬২৮.৪ স্কোর করেন এই শ্যুটার। পদকের জন্য ৮ জন শ্যুটার ফাইনাল রাউন্ড খেলেন। সেই আটজনের মধ্যে কলি অষ্টম হয়েছেন। পদক থেকে স্কোর এবং পজিশন দূরত্ব থাকলেও ফাইনাল রাউন্ডে খেলাটা বাংলাদেশের জন্য বেশ গৌরবের।
কলি গত অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ৬২৯ স্কোর করেছিলেন। যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ স্কোর। বিশ্ব চ্যাম্পিয়নশীপের স্কোর এবং বিশ্বকাপে ফাইনাল রাউন্ডে খেলায় কলির ইভেন্টে বিশ্ব সেরা দশ জনের মধ্যে থাকার সম্ভাবনা দেখছেন সাবেক শ্যুটার রত্না। দারুণ ছন্দে রয়েছে কলি। সম্পাদনা: এল আার বাদল
এলআরবি/এএ
আপনার মতামত লিখুন :