শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাট ও হেলমেট ছুঁড়ে ফেলায় বিসিবির সতর্কবার্তা পেলেন শান্ত

নাজমুল হাসান শান্ত

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে আউট হওয়ার পর সাজঘরে ফেরার পথে মেজাজ হারিয়ে বসেন নাজমুল হোসেন শান্ত। নিজের ব্যাট ও হেলমেটও ছুঁড়ে মারেন মাটিতে। তার এমন আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ধরনের আচরণে শান্তকে সতর্ক করেছে তারা।

নিজেদের ঘরের মাঠে চট্টগ্রামকে সেই ম্যাচটি হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট। আর প্লে-অফ নিশ্চিত করার ম্যাচে ৪৪ বলে ৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন শান্ত। যদিও আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি।- ক্রিকফ্রেঞ্জি

মূলত রাগটা নিজের ওপরই ছিল শান্তর। দারুণ ইনিংসটি খেলার পথে নিহাদউজ্জামানের বলে ইরফান শুক্কুরের কাছে স্টাম্পিং হয়েছেন তিনি। দারুণ ইনিংসের এমন পরিসমাপ্তি হয়তো চাননি শান্ত।

যার কারণে এভাবে বোকা যাওয়ার পর নিজের ওপরেই ক্ষোভ ঝাড়েন তিনি। আর তারই বহিঃপ্রকাশ হিসেবে হেলমেট ছুঁড়ে মারা ও অবহেলায় ব্যাট ফেলে দেয়ার মতো কাজ করেছেন তিনি।

শান্তর এমন কর্ম বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ নম্বর ধারা ভঙ্গ করেছে। জরিমানা করা না হলেও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হচ্ছে। ম্যাচ শেষে রেফারি দেবব্রত পালের কাছে নিজ ভুলের কথা স্বীকার করেছেন শান্ত। যার কারণে আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন পড়েনি।

এবারের বিপিএলে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন শান্ত। ৯ ইনিংসে ব্যাটিং করে ১১৭.০৫ স্ট্রাইক রেটে ৩৫০ রান এসেছে তার ব্যাটে। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়