শিরোনাম
◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২, ০৫:৪২ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২২, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতার বিশ্বকাপ ফুটবলের আদলে ফরিদপুরে এক মাঠে ৮ স্টেডিয়াম

ফরিদপুরে এক মাঠে ৮ স্টেডিয়াম

হারুন-অর-রশীদ, ফরিদপুর : বিশ্বকাপ ফুটবলের উত্তাপ-উত্তেজনা বাড়াতে ফরিদপুরের একটি মাঠে তৈরি করা হচ্ছে কাতারের আদলে ৮টি স্টেডিয়াম। কাতার প্রবাসী এক যুবক এ উদ্যোগ নিয়েছেন।

জানা যায়, ফরিদপুর পৌরসদরের ভাজনডাঙ্গা হাসপাতাল সংলগ্ন একটি মাঠে তৈরি করা হচ্ছে এ স্টেডিয়ামগুলো। আর এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ওই এলাকার বাসিন্দা ও কাতার প্রবাসী মোঃ মাসুদুর রহমান। তিনি আর্জেন্টিনা ও মেসির ভক্ত। কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের মাঠের আদলেই তৈরি করা হচ্ছে ওই স্টেডিয়ামগুলো।

স্থানীয়রা জানান, কাতারে থাকা অবস্থায় স্টেডিয়ামগুলোতে গিয়ে খেলা দেখে আর মেসির প্রতি ভালোবাসা থেকেই মাসুদুর রহমান এমন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে এর ব্যায় ধরা হয়েছে ৫ লক্ষ টাকা।

স্থানীয় তরুণ-যুবকদের সহয়তায় চলছে এমন ব্যাতিক্রমী আয়োজনের প্রস্তুতি। আয়োজনের মধ্যে থাকছে, বাংলাদেশের পতাকাসহ বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ টি দলের পতাকা। বড় পর্দায় প্রতিটি খেলা দেখানোর ব্যবস্থা। এছাড়াও থাকছে দূর-দূরান্ত থেকে খেলা দেখতে আগতদের জন্য ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা এস এম রুবেল বলেন, যদিও এখনও কাজ চলমান। এলাকায় ইতিমধ্যে বেশ সাড়া পড়েছে। তবে সত্যিই খুব বিস্ময় লাগছে। এমন ব্যাতিক্রমী আয়োজন মনে হচ্ছে দেশের মধ্যে সেরা। মাঠটি কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ যে সব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই আদলে ৮ টি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। দূরদূরান্ত থেকে এ স্টেডিয়াম দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। 

এ ব্যাপারে মাসুদুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে কাতারে থাকি। আর এই সুবাধে বিভিন্ন সময়ে কাতারের ফুটবল স্টেডিয়ামগুলো স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার প্রিয় খেলোয়াড় মেসি।

আর্জেন্টিনা ও মেসির প্রতি ভালোবাসা থেকে এবং ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই আমার এমন আয়োজন। এখানে ৮ টি মাঠ কাতারের স্টেডিয়ামের আদলে তৈরি করা হচ্ছে। এছাড়াও আগতদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থাসহ আরো বিভিন্নরকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কাজ চলমান। কাজ শেষে বিস্তারিত বলা যাবে। সম্পাদনা : জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়