শিরোনাম
◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২২, ১২:৩২ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২২, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের বিতর্কিত আউট, ফেসবুক-টুইটারে ব্যাপক সমালোচনা

মহসীন কবির: সাকিব আল হাসানের বিতর্কিত আউটটাই পুরো ম্যাচকে বিতর্কিত করে তুলেছে। শাদাবের ফুললেংথের বলে খেলতে গিয়ে পরাস্ত হন সাকিব। জোড়ালো আবেদনের পর বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। তবে সেটিও বেশ খানিকটা সময় পর। যা নিয়ে বিতর্ক চলছে টুইটারজুড়ে।

আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তে অবাক সাকিব রিভিউ নিয়েছিলেন সঙ্গে সঙ্গেই। টিভি রিভিউতেও স্পষ্ট দেখা গেছে, সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে থার্ড আম্পায়ারের দাবি, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লেখেন, 'দুর্দান্তরকমের হতাশাজনক সিদ্ধান্ত। নরকে যাও।'

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পর কথা বলেছেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। তার ভাষ্য, ‘আম্পায়ার আউট দিয়েছেন, তাই ওটা আউট’।

এদিকে টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ভারতের ধারাভাষ্যকার হারশা ভোগলে। টুইটারে তিনি লিখেছেন, 'এটি পাকিস্তানের জন্য একটি ভাগ্যবান উইকেট।'

ভারতের এক স্পোর্টস সাংবাদিক জয় ভট্টাচার্য টুইটারে লিখেছেন, 'টিভি আম্পায়ার ল্যাংটন রুসেরে, তোমাকে এর জবাবদিহি করতে হবে।' 

এদিকে এক টুইটার ব্যবহারকারী শিহাব খান লিখেছেন, ‘এটি নট আউট, নট আউট, নট আউট।’

ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, সাকিব আল হাসান নট আউটই ছিলেন তখন। ব্যক্তিগত টুইটারে তিনি লেখেন, ‘সাকিবের ব্যাটটা মোটেও মাটি ছোঁয়নি। ব্যাটের ছায়ার দিকে মনোযোগ দিন। স্পাইক ছিল তখন। বলের ব্যাটে আঘাত করা ছাড়া অন্য কিছুই হতে পারে না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’

প্যাভিলিয়নে ফেরার পথে সাকিব আম্পায়ারের সঙ্গে আলোচনাও করেছেন। সাকিবের উইকেটের আগের বলেই সৌম্য সরকারের উইকেট নিয়েছিলেন শাদাব খান। তবে আফিফের উইকেট নিয় হ্যাটট্রিকও করতে পারতেন পাক এই স্পিনার। তবে তা হয়নি।   

ফেসবুকে রবিউল রিসাদ নামের একজন লিখেছেন, সাকিব কে ভুল আউট দিলো আম্পায়ার। ব্যাট স্পর্শ করা বলে কি এলবি আউট হয়??

  • সর্বশেষ
  • জনপ্রিয়