শিরোনাম
◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২, ০২:৩৮ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২২, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে বিতর্কিত পোস্ট, নিষিদ্ধ মেহেদী হাসান রানা

মেহেদী হাসান রানা

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান রানা উদীয়মান পেসার হিসেবে নজর কেড়েছিলেন। বিপিএলেও দুর্দান্ত খেলেছেন তিনি। সেই মেহেদী হাসান রানা এক মাসের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ। বিসিবি থেকেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে চলতি জাতীয় লিগে অংশ নিতে পারছেন না তিনি।

গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেদি রানা দাবি করেন, বিপিএল এবং ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করার পরও তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। জাতীয় দলে যোগ্যরা সুযোগ পাচ্ছেন না বলেও তিনি দাবি করেন।

তিনি এক নির্বাচকের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ওই নির্বাচক তাকে এ' দলের অনুশীলনে যোগ দেয়ার কথা বলে পরবর্তী সময়ে তাকে এড়িয়ে যান। বারবার কল, মেসেজ দিয়েও তিনি ওই নির্বাচকের সঙ্গে আর দ্বিতীয়বার যোগাযোগ করতে পারেননি।

যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে মেহেদি আবার সেটি সরিয়ে নেন। কিন্তু তার আগে বিষয়টি চলে যায় বিসিবির নজরে। এনিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে বোর্ড। যেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন মেহেদি রানা। যার ওপর ভিত্তি করে সোমবারতাকে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বোর্ড। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়