শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: কখনো বাংলাদেশ নারী দলের ব্যাটে বলে বড় পুঁজি হয় না। প্রতিপক্ষ যদি দুর্বল হয়, তাহলে কম পুঁজিতেই জেতা সম্ভব তাদের পক্ষে। যেমনটি ঘটলো এশিয়া কাপে মালয়েশিয়ার ক্ষেত্রে। নতুন এই দলের বিরুদ্ধে ১২৯ রানের পুঁজি নিয়ে ৮৮ রানেই মালয়েশিয়াকে হারিয়ে দেয় নিগার সুলতানা জ্যেতির দল।

এদিন বোলিংয়েও হ্যাটট্রিক করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নবাগত তৃষ্ণা।  বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তিনি এ কৃতিত্ব দেখান। বৃহষ্পতিবার সিলেট স্টেডিয়ামে তৃষ্ণার হ্যাটট্রিকের কল্যাণে মালয়েশিয়ার বিপক্ষে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ নারী দল। 

বাংলাদেশের হয়ে বৃহস্পতিবারই অভিষেক হয় তৃষ্ণার। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে পরপর তিন উইকেট নেন এই বোলার। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেন তৃষ্ণা। এরপর ষষ্ঠ ওভারে এসে পান হ্যাটট্রিকের সাফল্য। ওই ওভারে নিজের দ্বিতীয় বলে প্রতিপক্ষ অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করেন তিনি। পরের বলে মাস এলিসাকে এলবিডব্লিউ ও মাহিরা ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বাঁহাতি পেসার।

তৃষ্ণার হ্যাটট্রিকের পর বল হাতে চমক দেখান রুমানা, সালমা, সানজিদারাও। রুমানা ও সানজিদা নেন দুটি উইকেট আর সালমা শিকার করেন একটি উইকেট। ফলে মাত্র ৪১ রানে মালয়েশিয়াকে থামিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেটে এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১২৯ রান। এই রান তুলতে ভূমিকা রাখেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। দু’জনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়