শিরোনাম
◈ ঢাকার উদ্বেগ: বাংলাদেশে ‘ভারতবিরোধী স্রোত’, দিল্লির গভীর উদ্বেগ ফেব্রুয়ারির নির্বাচন কি সহিংসতায় ব্যাহত হবে? ◈ ১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে ◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: কখনো বাংলাদেশ নারী দলের ব্যাটে বলে বড় পুঁজি হয় না। প্রতিপক্ষ যদি দুর্বল হয়, তাহলে কম পুঁজিতেই জেতা সম্ভব তাদের পক্ষে। যেমনটি ঘটলো এশিয়া কাপে মালয়েশিয়ার ক্ষেত্রে। নতুন এই দলের বিরুদ্ধে ১২৯ রানের পুঁজি নিয়ে ৮৮ রানেই মালয়েশিয়াকে হারিয়ে দেয় নিগার সুলতানা জ্যেতির দল।

এদিন বোলিংয়েও হ্যাটট্রিক করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নবাগত তৃষ্ণা।  বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তিনি এ কৃতিত্ব দেখান। বৃহষ্পতিবার সিলেট স্টেডিয়ামে তৃষ্ণার হ্যাটট্রিকের কল্যাণে মালয়েশিয়ার বিপক্ষে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ নারী দল। 

বাংলাদেশের হয়ে বৃহস্পতিবারই অভিষেক হয় তৃষ্ণার। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে পরপর তিন উইকেট নেন এই বোলার। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেন তৃষ্ণা। এরপর ষষ্ঠ ওভারে এসে পান হ্যাটট্রিকের সাফল্য। ওই ওভারে নিজের দ্বিতীয় বলে প্রতিপক্ষ অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করেন তিনি। পরের বলে মাস এলিসাকে এলবিডব্লিউ ও মাহিরা ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বাঁহাতি পেসার।

তৃষ্ণার হ্যাটট্রিকের পর বল হাতে চমক দেখান রুমানা, সালমা, সানজিদারাও। রুমানা ও সানজিদা নেন দুটি উইকেট আর সালমা শিকার করেন একটি উইকেট। ফলে মাত্র ৪১ রানে মালয়েশিয়াকে থামিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেটে এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১২৯ রান। এই রান তুলতে ভূমিকা রাখেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। দু’জনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়