শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: কখনো বাংলাদেশ নারী দলের ব্যাটে বলে বড় পুঁজি হয় না। প্রতিপক্ষ যদি দুর্বল হয়, তাহলে কম পুঁজিতেই জেতা সম্ভব তাদের পক্ষে। যেমনটি ঘটলো এশিয়া কাপে মালয়েশিয়ার ক্ষেত্রে। নতুন এই দলের বিরুদ্ধে ১২৯ রানের পুঁজি নিয়ে ৮৮ রানেই মালয়েশিয়াকে হারিয়ে দেয় নিগার সুলতানা জ্যেতির দল।

এদিন বোলিংয়েও হ্যাটট্রিক করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নবাগত তৃষ্ণা।  বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তিনি এ কৃতিত্ব দেখান। বৃহষ্পতিবার সিলেট স্টেডিয়ামে তৃষ্ণার হ্যাটট্রিকের কল্যাণে মালয়েশিয়ার বিপক্ষে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ নারী দল। 

বাংলাদেশের হয়ে বৃহস্পতিবারই অভিষেক হয় তৃষ্ণার। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে পরপর তিন উইকেট নেন এই বোলার। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেন তৃষ্ণা। এরপর ষষ্ঠ ওভারে এসে পান হ্যাটট্রিকের সাফল্য। ওই ওভারে নিজের দ্বিতীয় বলে প্রতিপক্ষ অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করেন তিনি। পরের বলে মাস এলিসাকে এলবিডব্লিউ ও মাহিরা ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বাঁহাতি পেসার।

তৃষ্ণার হ্যাটট্রিকের পর বল হাতে চমক দেখান রুমানা, সালমা, সানজিদারাও। রুমানা ও সানজিদা নেন দুটি উইকেট আর সালমা শিকার করেন একটি উইকেট। ফলে মাত্র ৪১ রানে মালয়েশিয়াকে থামিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেটে এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১২৯ রান। এই রান তুলতে ভূমিকা রাখেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। দু’জনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়