আলামিন শিবলী: ক্রিকেটার সাব্বির রহমান সবসময়ই আলোচনায় থাকেন। জাতীয় দলের এই হার্ডহিটার ব্যাটসম্যান এবার আলোচনায় এসেছেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ গান ব্যবহার করে। সাব্বির এবার তার টিকটক ভিডিওতে ব্যবহার করেছেন ‘পাকিস্তান জিন্দাবাদ’ গানের লাইন। তা দেখে ইতিমধ্যে ঝড় উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচের জন্য অনুশীলন করছেন সাব্বির, টিকটকে প্রকাশ করেছেন সেই ভিডিও। ভিডিওতে ব্যবহার করেছেন ‘পাকিস্তান জিন্দবাদ’ শীর্ষক গানের লাইন। গানটি পাকিস্তানের দেশাত্মবোধক গান হিসেবে বেশ জনপ্রিয়।
সাব্বির রহমানের টিকটক আইডি ঘুরে দেখা গেছে, সেখানে তিনি অনুশীলন, জিম সেশন, ভ্রমণ বিষয়ক ভিডিও শেয়ার করেছেন। তার এই ভিডিও বার্তা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।