শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই‌য়ে চিলিকে ৩-০ গো‌লে হারা‌লো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলিকে ৩-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল করেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস।

পুরো ম্যাচে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা চিলির ওপর মুহুর্মুহু আক্রমণ চালায় ব্রাজিল। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেওয়া স্বাগতিকরা লক্ষ্যে রাখে সাতটি। অন্যদিকে তিনটি শট নেওয়া চিলি লক্ষ্যে রাখতে পারেনি একটিও। -- অলআউট স্পোর্টস

ম্যাচের শুরুতেই হেডে বল জালে জড়ান কাসেমিরো। কিন্তু অফসাইডের কারণে তা গোল হয়নি। ডি-বক্স ও এর আশেপাশে চিলির সব খেলোয়াড় থাকায় এস্তেভাও-রাফিনিয়ারা একাধিকবার আক্রমণে গেলেও শটগুলো প্রতিহত হয় রক্ষণভাগেই।

গোলের জন্য ব্রাজিলের অপেক্ষার অবসান হয় ৩৮তম মিনিটে। রাফিনিয়ার শট কোনোমতে ঠেকান গোলরক্ষক। এরপর গোললাইনের সামনে থেকে দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান চেলসির হয়ে খেলা ১৮ বছর বয়সী এস্তেভাও।

পরের গোলের জন্য আনচেলত্তির দলকে অপেক্ষা করতে হয় ৭২তম মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নেমেই লুইস হেনরিকের ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন পাকেতা। মিনিট চারেক পর তৃতীয় গোলটি করেন গিমারাইস। এখানেও আছে হেনরিকের অবদান। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডের শট গোলরক্ষকের হাতে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ফিরতি বল জালে পাঠান গিমারাইস।

এই জয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ হারানো আর্জেন্টিনা ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

পেরুকে ৩-০ গোলে হারিয়ে এই অঞ্চল থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। ২৭ পয়েন্ট নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে তালিকার তিনে। বলিভিয়াকে একই ব‍্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের টিকিট পেয়েছে কলম্বিয়া। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচ নম্বরে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা একুয়েডরের সঙ্গে গোলশূন‍্য ড্র করে প‍্যারাগুয়েও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। চতুর্থ স্থানে থাকা একুয়েডরের পয়েন্ট ২৬। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে প‍্যারাগুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়