শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে গায়ানার কাছে জ্যামাকার হার, সাকিবের গোল্ডেন ডাক

সাকিব আল হাসান

মাকসুদ রহমান: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চলতি আসরে নিজের প্রথম খেলায়ই গোল্ডেন ডাক মেরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে খেলায় তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হারে জ্যামাইকা তালাওয়াস। এদিন বল হাতেও খুব একটা ভাল করতে পারেনি সাকিব। ৪ ওভারে ৩০ রান খরচায় মাত্র ১ উইকেট নেন তিনি।

এ দিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সাকিবের গায়ানা। ইনিংসের দ্বিতীয় ওভারেই গোল্ডেন ডাকে ফিরেন গায়ানার আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে চন্দ্রপল হেমরাজ ফিরে যাওয়ার পর পঞ্চম ওভারে গায়ানার হয়ে দ্বিতীয় গোল্ডেন ডাকটি হাকান সাকিব আল হাসান। মিডল অর্ডারের দলের আস্থার প্রতিদান রাখেন মেধাবী ব্যাটার শাই হোপ। তিনটি ছক্কা ও চারটি চারের মারে ৬০ রান করেন তিনি। শেষের দিকে ওডিয়ান স্মিথের খেলেন ১৬ বলে ঝড়ো ৪২ রানের ইনিংসে ছয়টি ছক্কা আর কেমো পাওলের ১২ বলে ২৪ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে গায়ানা। আফগান স্পিনার মোহাম্মদ নবী তিন ওভারে মাত্র ১২ রান খরচায় নেন ৩ উইকেট। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার ব্রান্ডন কিংয়ের সেঞ্চুরি ছাড়া জ্যামাইকার আর কোন ব্যাটার ভাল করতে না পারলে ১ বল বাকি থাকতেই ১৬৬ রানে গুঁটিয়ে যায় রভম্যান পাওয়েলেরবাহিনী। ৬৬ বলে সাতটি ছক্কা আর আটটি চারের মারে ১০৪ রানের ইনিংস খেলেন ব্রান্ডন কিংস। ৪ ওভারে ৩০ রান খরচায় ১ উইকেট নেওয়া সাকিবের বলে প্রতিপক্ষ ব্যাটাররা এদিন ছক্কা হাকিয়েছেন তিনটি। ইনিংসে ১২টি ডট বল করেন সাকিব।  বয়সটা ৪৩ পার হলেও স্পিন ঘূর্ণি দেখিয়েছেন ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়