স্পোর্টস ডেস্ক : শেষ হইয়াও যেনো হইলো না শেষ! জানা গিয়েছিল বিশ্বকাপ বয়টক ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে বসার পর আজ সোমবার সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও কয়েকদিন সময় লাগবে।
গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে জানা গিয়েছিল, বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পাকিস্তান। সেই লক্ষ্য আজ বিকেলে শাহবাজ শরীফের সাথে দেখা করেন মহসিন নাকভি।
বৈঠক শেষে টুইট পোস্টে নাকভি লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।
ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি করেছিল তারা।
তবে আইসিসি বিসিবির দাবি নাকচ করে দিয়েছে। নিজেদের সিদ্ধান্তে অটল ছিল তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই পুরো সময়টাতে বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান।