শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীর ছেলের ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও জয় পায়নি নোয়াখালী, হৃদয়ের ব্যাটে রংপুরের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই হেরে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের। তবে শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল টুর্নামেন্টে প্রথমবার নাম লেখানো দলটি। কিন্তু দুর্ভাগ্য। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার আর প্রথম আফগান হিসেবে বিপিএলে সেঞ্চুরি, মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের এমন রঙিন দিনেও জয় পাওয়া হলো না নোয়াখালী এক্সপ্রেসের। ফলশ্রুতিতে হার দিয়েই শেষ হলো তাদের বিপিএলের প্রথম মৌসুম।

কারণ রংপুর রাইডার্স যে নিয়েছে মধুর প্রতিশোধ। আগের দফা নোয়াখালীর কাছে হেরে গেলেও আজ রোববার তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির সৌজন্যে দারুণ জয় তুলে নিয়েছে লিটন দাসের রংপুর রাইডার্স। আগের দেখায় রংপুরকে হারানো নোয়াখালী টস হেরে ব্যাট করতে নেমে শুরু করেছিল ধীরগতিতে।

পাওয়ারপ্লের শেষ ওভারে দলীয় ৩২ রানে সাজঘরে ফেরেন রহমত আলী। দলীয় ৩৬ রানে সাজঘরে ফেরেন ব্যর্থতার বৃত্তে বন্দি জাকের আলী অনিকও। এরপর দক্ষ হাতেই চাপ সামাল দেন হাসান ইসাখিল ও অধিনায়ক হায়দার আলী। ইসাখিল শুরুতে দেখেশুনে খেললেও থিতু হওয়ার পর চড়াও হন বোলারদের ওপর। হায়দারও উইকেট অনুযায়ী রানের চাকা সচল রাখেন।

৪টি চার ও ১০টি ছক্কায় ৭০ বলে সেঞ্চুরির ম্যাজিকেল ফিগারে পৌঁছে যান ইসাখিল। প্রথম আফগান হিসেবে বিপিএলে সেঞ্চুরি হাঁকান মোহাম্মদ নবীর ছেলে, যিনি অভিষেক ম্যাচে অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা। সেঞ্চুরিতে বড় কৃতিত্ব ছিল হায়দারের, যিনি যোগ্য সঙ্গ দিয়েছেন ইসাখিলকে। দুজনে গড়েন ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়েই ১৭৩ রান জড়ো করে নোয়াখালী। ৭২ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন ইসাখিল। ৩২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন হায়দার। রংপুরের পক্ষে একটি করে উইকেট পান নাহিদ রানা ও আলিস আল ইসলাম।

জবাব দিতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। দুজনের ৭৮ রানের জুটি ভাঙে মালান ১৭ বলে ১৫ রান করে বিদায় নিলে। তবে হৃদয় এদিন ছিলেন দুর্দান্ত ছন্দে। ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর সিজদায় জানান কৃতজ্ঞতা। ৬৩ বলে ১০৯ রান করার পথে ১৫টি চার ও ২টি ছক্কা হাঁকান হৃদয়। ১৯তম ওভারে সাজঘরে ফিরলেও তার ব্যাটে ভর করেই রংপুর পেয়ে যায় আসরে নিজেদের ষষ্ঠ জয়। লিটন খুশদিল শাহকে নিয়ে জয় নিশ্চিত করেন ৮ উইকেট ও ২ বল হাতে রেখে। ৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক।

রংপুর আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল। এখন প্রথম কোয়ালিফায়ারে খেলার অপেক্ষায় লিটন কুমার দাসের দল, যা চূড়ান্ত হবে আজকের চট্টগ্রাম-ঢাকা ম্যাচের পর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়