শিরোনাম
◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক ◈ ‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী ◈ খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক: ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরস্মরণীয়’ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে চীনা প্রধানমন্ত্রীর শোক ◈ খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার জরুরি ক্যাবিনেট বৈঠক, যোগ দিচ্ছেন মির্জা ফখরুল ◈ টি-টোয়েন্টির বিধ্বংসী ওপেনার আমিরা‌তের ওয়া‌সিম‌কে দলে নি‌লো রাজশাহী ওয়া‌রিয়র্স ◈ ৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক: মাইলফলক স্পর্শ করতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দরকার আর ৪৪ গোল। এই গ্লে কর‌তে পার‌লে  বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক হ‌বে রোনাল‌দোর। 

পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, বুটজোড়া তুলে রাখার আগে এই কীর্তি গড়তে চান তিনি।

গত শনিবার সৌদি প্রো লিগে আল নাসেররের জয়ে জোড়া গোলের পর রোনালদোর গোলসংখ্যা এখন ৯৫৬। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে ১৪১ গোলের মালিক পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। ---- অলআউট স্পোর্টস

হাজার গোলের লক্ষ্যের কথা রোনালদো যখন প্রথমবার বলেছিলেন, তখন বিষয়টি অসম্ভবই মনে হয়েছিল অনেকের। কিন্তু বয়স ৪০ বছর পেরিয়েও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি যেভাবে গোল করছেন তাতে সেই লক্ষ্য পূরণ করা এখন সম্ভবই মনে হচ্ছে।

আল-নাসেরের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ নবায়ন করা রোনালদো এবারের সৌদি প্রো লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় স্বদেশি সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। সব ঠিকঠাক থাকলে তার নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে পর্তুগাল।

রোববার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা দ্বিতীয়বার ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জয়ের পর রোনালদো জানান, ১ হাজার গোল তার হবেই।

“খেলা চালিয়ে যাওয়া কঠিন, তবে আমি উজ্জীবিত। আমার তাড়না এখনও তীব্র এবং খেলা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্যে খেলছি নাকি ইউরোপে বা কোথায়, এটা কোনো ব্যাপার নয়। আমি সবসময় ফুটবল খেলতে উপভোগ করি এবং সামনে ছুটতে চাই।

আপনারা জানেন আমার লক্ষ্য কোনটি। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১ হাজার গোল) পৌঁছেতে চাই, যেটির কথা আপনারা সবাই জানেন। সেই মাইলফলকে আমি নিশ্চিতভাবেই পৌঁছাব, যদি কোনো চোট না হয়।

গত ম্যাচে জোড়া গোল করা রোনালদো টানা তৃতীয় বছরের মতো এক পঞ্জিকাবর্ষে ৪০ গোল করেছেন। পুরো ক্যারিয়ারে এই সংখ্যাটা ১৪ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়