মনিরুল ইসলাম: শহীদ জিয়ার পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া এমনটা জানা গেছে দলীয় ও সরকারি সূত্রে। বিএনপির ১২ টার বিশেষ স্থায়ী কমিটির বৈঠকে এবং প্রধান উপদেষ্টা নেতৃত্বে কেবিনেট মিটিংয়ে দাফন, নামাজে জানাজা সহ শোক দিবস নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা যায়।
এদিকে, বিএনপি বেগম খালেদা জিয়ার প্রয়াণে ৭ দিনের শোক ঘোষনা করা হয়েছে। কালো ব্যাজ ধারনেরও ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।
বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। দলীয় ও সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।