শিরোনাম
◈ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনা ◈ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজ‌কের খেলা স্থগিত ◈ খালেদা জিয়া গৃহবধূ থেকে যেভাবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা হয়ে উঠেছিলেন  ◈ শহীদ জিয়ার পাশেই শায়িত হবেন খালেদা জিয়া ◈ আজ দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক ◈ ‘মাথার ওপর থেকে মায়ের ছায়া সরে গেল’: খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রিজভী ◈ খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক: ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরস্মরণীয়’ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত: উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ ◈ খালেদা জিয়ার মৃত্যুতে চীনা প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫১ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত আব্দুল্লাহর জন্য প্রার্থিতা প্রত্যাহার করে কাঁদলেন জামায়াত নেতা

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর জন্য জায়গা করে দিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন জামায়াতের নেতা সাইফুল ইসলাম শহীদ। এ সময় উপস্থিত জামায়াতের নেতাকর্মীদেরও কাঁদতে দেখা গেছে।

এ সময় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, শহীদ পরিবারের সদস্য ও অন্যান্য জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সাইফুল ইসলাম শহীদ বলেন, এই আসনের জন্য আমার নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করেছেন, ঘরে না ফিরে মাঠে থেকেছেন। তাদের সেই ত্যাগের কথা মনে হলে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এ কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি।

সাইফুল ইসলাম আরো বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ও বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে ব্যক্তিগত আবেগকে পেছনে ফেলে নির্বাচনে আমাদের সব রকমের প্রস্তুতি থাকা সত্ত্বেও হাসিমুখে সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে জামায়াতে ইসলামী এ আসনে মনোনয়নপত্র জমা দেয়নি। আমি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সব দায়িত্বশীল ও জনশক্তি যারা আছেন, আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করেছেন, আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে আপনারা সেভাবেই গ্রহণ করে নেবেন। আগামী দিনের একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন। আমি আপনাদের পাশে আছি থাকব।

জামায়াতের এ নেতা আরো বলেন, দেবিদ্বারের প্রশ্নে, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে, জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের সেক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি।

জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ ভাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি দীর্ঘ দেড় বছর ধরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছেন, এ ত্যাগ কম নয়। তিনি জননন্দিত ও মানুষের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। শহীদ ভাই জোট ও ইনসাফের প্রশ্নে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে যে উদারতা পরিচয় দিয়েছেন, আমাদের পরবর্তী কার্যক্রম ইনসাফ ও দেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, ওনার মনোনয়ন প্রত্যাহারের যে ত্যাগ সে মর্যাদা আমরা রাখব।

আমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকব। সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়