স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশে চলছে রিশাদ ম্যাজিক। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এ লিগে ধারাবাহিকভাবে ভালো করছেন তিনি। আজ (সোমবার) মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন রিশাদ। ৪ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট।
৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রিশাদ। তাদের চাইতে একটি করে উইকেট বেশি নিয়ে সবার ওপরে টম কারান ও হারিস রউফ। --- ডেইলি ক্রিকেট
এদিন ইনিংসের পঞ্চম ওভারে রিশাদকে আক্রমণে আনেন নাথান এলিস। প্রথম ওভারে ৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। তবে নিজের পরের ওভারেই উইকেটের দেখা পান রিশাদ। তার বলে রেহান আহমদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।
তৃতীয় ওভারে একটু খরুচে ছিলেন রিশাদ। দুটি ছক্কা হজম করেন টাইগার এ স্পিনার। তবে ওভারের শেষ বলে জ্যাক ফ্রেজার ম্যাগগার্ককে ফেরান রিশাদ। চতুর্থ ওভারে উইকেট না পেলেও মাত্র ৫ রান দেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে রিশাদের শিকার ২ উইকেট।