শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ, বাংলাদেশে জ্যোতিদের কত

বছর তিনেক আগে ভারতে নারী আর পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করা হয়েছে। তবে বৈষম্য থেকে গিয়েছিল তাদের ঘরোয়া ক্রিকেটে। বিশ্বকাপ এনে দেওয়ার পর দেশটির নারী ক্রিকেটারদের কদর বেড়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে নারীদের ম্যাচ ফি দ্বিগুণ করা হবে।

আগে ঘরোয়াতে ওয়ানডে ম্যাচ খেললে একাদশে থাকা নারী ক্রিকেটাররা পেতেন ২৫ হাজার রুপি। এখন সেটা ৫০ হাজার রুপি করা হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ে ভারতীয় বোর্ডের একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে বয়সভিত্তিক নারী ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ বাড়িয়ে ২৫ হাজার রুপি করা হয়েছে।

সে তুলনায় বাংলাদেশে নারী ক্রিকেটারদের অঙ্কটা বেশ কম। কয়েক বছর আগেও ম্যাচ ফি ছিল মাত্র ১ হাজার টাকা! জাতীয় লিগ টি২০ খেললে এটাই ধরিয়ে দেওয়া হতো নিগার সুলতানা জ্যোতিদের হাতে। গত বছর থেকে ম্যাচ ফি বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এবারও বিসিএল খেলে সেই টাকাই পাচ্ছেন তারা। যদিও গেল নভেম্বরে তাদের বেতন ৩৫ শতাংশ বাড়িয়েছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে ১৫ নারী ক্রিকেটার ছাড়াও ঘরোয়া ক্রিকেটে মোট ৩৫ জনকে বেতনভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ক্রিকেটাররা সর্বোচ্চ বেতন পান ১০ লাখ, সেখানে জ্যোতিদের বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা। ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটাররা বেতন পান মাসে ৩০ হাজার টাকা। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেললে লিটনরা যেখানে ম্যাচপ্রতি ২ থেকে ৮ লাখ টাকা পান, সেখানে জ্যোতিরা পান ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। ওডিআই খেললে ম্যাচ ফি ৩৬ হাজার টাকা, টি২০তে ১৮ হাজার টাকা।

ঘরোয়া ক্রিকেটেও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি আকর্ষণীয় নয়। সম্প্রতি এনসিএল টি২০ খেলে পুরুষ ক্রিকেটাররা ম্যাচ ফি পেয়েছেন ৪০ হাজার টাকা। নারী ক্রিকেটাররা (গত এনসিএলে) পেয়েছেন মাত্র ৫ হাজার টাকা! সেদিক থেকে আন্তর্জাতিক ম্যাচ খেললে ভারতের নারী ক্রিকেটাররা বড় অঙ্কের ম্যাচ ফিই পেয়ে থাকেন। একটি টেস্ট খেললে শুভমান গিলদের সমান ১৫ লাখ রুপি পান স্মৃতি মান্ধানারা। ওডিআই ও টি২০তে ছেলেদের সমান ৬ লাখ ও ৩ লাখ রুপি পান তারা। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়