শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায়

স্পোর্টস ডেস্ক : হা‌লে পা‌নি পে‌লো না অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিলো টাইগার যুবারা। সেমিতে পাকিস্তানের কাছে ২ উইকেটের ব্যবধানে হেরে গেছে আজিজুল হাকিম তামিমের দল। --- ডেই‌লি ক্রিকেট

আগে ব্যাট করে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে খুব সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফিফটি করে পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক সামির মিনহাজ।

বৃষ্টি বাধায় নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হয় খেলা। যার কারণে ওভার কমে আসে ২৭-এ। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালো হলেও বড় ইনিংস খেলতে পারেননি দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১৬ বলে ১৪ রান করে ফেরেন রিফাত। জাওয়াদের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৯ রান।

তিনে নেমে শুরুটা ভালো করেছিলেন অধিনায়ক তামিম। কিন্তু তিনিও বড় ইনিংস খেলাতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২০ রান।

এরপর কালাম সিদ্দীকি, মোহাম্মদ আব্দুল্লাহ ও শেখ পারভেজ জীবনরা শুধু উইকেটে হাজিরা দিয়ে গেছেন। শেষের দিকে ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন সামিউন বশির।

পাকিস্তানের হয়ে ৬ ওভারে ২০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন আব্দুল সুবহান।

রান তাড়ায় প্রথম ওভারে উইকেট হারালেও পরক্ষণে গুছিয়ে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেননি তারা। বিশেষ করে পাকিস্তানের ওপেনার সামির মিনহাজ রীতিমত তান্ডব চালিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। 

উসমান খানের সাথে গড়েন ৮৫ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন মিনহাজ। খেলেছেন ৫৭ বলে ৬৯ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়