শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইন্টারকন্টিনেন্টাল কাপ ‌জিত‌লো পিএস‌জি

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পাফর‌মেন্স দে‌খি‌য়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই চল‌তি বছর‌টি পার কর‌লো। সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরে বছর শুরু করে দলটি। এরপর ফরাসি কাপ, লিগ ওয়ান এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল জয়ের স্বাদ পায় পিএস‌জি।

বছরের শেষটাও শিরোপা উৎসব দিয়েই শেষ করল এনরিকের দল। প্রথমবারের মত ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে বিশ্বসেরা ক্লাব হিসেবেই বছরটি শেষ করল পিএসজি।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির। ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে ক্লাবটি। কিন্তু ছেড়ে কথা বলেনি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। প্যারিসিয়ানদের চোখে চোখ রেখে লড়াই করেছে কদিন আগে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সিরি আ জেতা ক্লাবটি।

জালের দেখা পেতে অনেকটা বেগ পেতে হয়েছে পিএসজিকে। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। কাভারাৎসখেলিয়ার গোলে ডেড লক ভাঙ্গার পাশাপাশি লিডে থেকেই বিরতিতে যায় এনরিকের দল। 

তবে বিরতি থেকে ফিরেই জবাব দিতে বেশি সময় নেয়নি ফ্লামেঙ্গো। ৫৯ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের প্লেয়ারকে ফাউল করে বসেন মার্কিনিয়োস। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা ফেরান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। এরপর অতিরিক্ত সময়েও কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম শটে দুই দলই জালের দেখা পায়। এরপরই শুরু হয় পিএসজি গোলরক্ষক সাফানভ শো। রুখে দেন স্প্যানিশ তারকা সাউল নিগেসের শট। এরপর পিএসজিকে হতাশায় ফেলেন বর্ষসেরা দেম্বেলে বল উঁচিয়ে মারলে।

কিন্তু সাফানভ ছিলেন অদম্য। লড়াই যখন তুঙ্গে, তখন লিও পেরেইরা ও লুইস আরাউহোর টানা দুটি শট ঠেকিয়ে দিয়ে পিএসজির শিরোপা নিশ্চিত করেন সাফানভ। তার গ্লাভসের জাদুতে প্রথম বারের মত ফিফা ইন্টারকন্টিনেন্টাল শিরোপা জয়ের উল্লাসে মাতে এনরিকের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়