শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের

স্পোর্টস ডেস্ক : আইপিএল নাকি অত্যন্ত দীর্ঘ, একঘেয়ে। তার থেকে পাকিস্তানের ক্রিকেট লিগ ভালো! আচমকাই নাম না করে আইপিএলকে খোঁচা ওয়াসিম আকরামের। যিনি কি না একসময় কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলের সদস্য ছিলেন। 

এখন তাঁর হঠাৎ মনে হচ্ছে, পিএসএল কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় বলে বিদেশিরা বেশি আকৃষ্ট হচ্ছে। আর সেখানে আইপিএল এতদিন চলে যে, ‘বাচ্চারা বড় হয়ে যায়।

আইপিএল প্রায় দু’মাস ধরে চলে। তবে গত মরশুমে ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতির জন্য তা আরও দীর্ঘ হয়। সারা বছর বিভিন্ন ফরম্যাটের লিগ খেলার পরও দেশ-বিদেশের কয়েকশো প্লেয়ার নাম লেখান আইপিএলে। 

বিশ্বের সেরা প্লেয়াররা খেলেন এই লিগে। কিন্তু হঠাৎ আকরামের অন্য রকম মনে হচ্ছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পাশে বসে প্রাক্তন পাক পেসার বলছেন, “পাকিস্তান সুপার লিগের সুবিধা হল, এটা ৩৪-৩৫ দিনের মধ্যে শেষ যায়। অন্তত তিনমাস ধরে। যেমন অনেক লিগ আছে তিনমাস ধরে চলে। বাচ্চারা ওই সময়ে বড় হয়ে যায়, কিন্তু লিগ শেষ হয় না। যে কারণে বিদেশি প্লেয়াররা এখন পাকিস্তানে খেলতে পছন্দ করে। ২-৩ মাস লিগ দেখতে দেখতে আমারই একঘেয়ে লাগে।

তাঁর আরও বক্তব্য, “অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও সময় কমিয়ে এনেছে। এখন সেখানে ৪০ দিনের লিগ হয়। পিএসএলের এটাই সৌন্দর্য। প্রতিভাধর প্লেয়াররা এখানে খেলে। আমি যখন বিদেশিদের সঙ্গে কথা বলি, তারা বলে আইপিএলের থেকে এখানে বোলিংয়ের মান ভালো। পিএসএল বিশ্বের সেরা লিগ, মানের দিক থেকে, পরিমানের দিক থেকে নয়।

তবে পালটা দিতে ছাড়ছেন না নেটিজেনরাও। যেমন একজন বলছেন, ‘ভারতে বাচ্চারা বড় হয়ে যায়। আর পাকিস্তানে বুড়োরা খেলতে যায়। 

অনেকে আবার অবাক আক্রমের মুখে এরকম মন্তব্য শুনে। তাঁদের ধারণা, পিসিবি প্রধান পাশে থাকায় এই ধরনের মন্তব্য করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়