শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের ভূমিকম্পে আটকে ছিলেন প্রভাস, কেমন আছেন দক্ষিণী সুপারস্টার?

বক্স অফিসে একের পর এক ঝড় তোলা দক্ষিণী সুপারস্টার প্রভাস বর্তমানে নিজের আসন্ন ছবি ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রচারণার কাজে জাপানে অবস্থান করছেন। আগামী ১২ ডিসেম্বর জাপানে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু অভিনেতার এই সফরের মধ্যেই ঘটে গেল এক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ।

গত সোমবার গভীর রাতে এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির উত্তর-পূর্বাংশের ইওয়াতে প্রদেশে (যা জাপানে প্রিফেকচার নামে পরিচিত) এর বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা নাগাদ ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর এই কম্পন আঘাত হানে।

ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বেশিরভাগই কম্পনের ফলে ভারী বস্তুর নিচে চাপা পড়েছেন। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েকজন এবং তোহোকুতে একজন গাড়ি সমেত একটি গর্তে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন।

এই ভয়াবহতার ঠিক মাঝেই প্রভাসের জাপান সফরের খবর সামনে আসতেই তার অনুরাগীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা সৃষ্টি হয়। অনেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন।

তবে ভক্তদের উদ্বেগের মাঝেই একটি স্বস্তির খবর পাওয়া গেছে। অভিনেতার পরিচালক মারুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মারুতি নিশ্চিত করেছেন, তিনি প্রভাসের সঙ্গে কথা বলেছেন এবং অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। সেই পোস্টে পরিচালক আরও জানান, প্রভাস এই মুহূর্তে টোকিওতে নেই, তিনি নিরাপদ স্থানে অবস্থান করছেন।

প্রভাসের আসন্ন ছবি ‘রাজা সাহেব’-এর পরিচালকও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন। সোমবারের ভয়াবহতা কেটে যাওয়ার পর বর্তমানে জাপানের পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়