স্পোর্টস ডেস্ক : সোশাল মিডিয়ায় আচমকা সানি লিওনেরর ছবি পোস্ট। হঠাৎ কী হল রবিচন্দ্রন অশ্বিনের? তার সঙ্গে আবার নজরদারির ইমোজি। তার সঙ্গে একটি গলির ছবিও পোস্ট করেছেন অশ্বিন।
যা দেখে নেটিজেনরা একটু ঘাবড়ে গেলেও পরে অর্থ খুঁজে পেয়েছেন। আসলে অশ্বিন এটা আইপিএলের নিলাম নিয়ে পোস্ট করেছেন।
১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। সব মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলবে। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ভারতের থেকে যাঁরা এই তালিকায় আছেন, তাঁদের মধ্যে একজনকে নিয়েই অশ্বিনের এই পোস্টের হেঁয়ালি। --- সংবাদপ্রতিদিন
তিনি সানি লিওনের ছবি পোস্ট করেছেন। সেখান থেকে ‘সানি’ শব্দটি নেওয়া যাক। পাশে একটি গলির ছবি। তামিলে গলিকে বলা হয়, ‘সাঁধু’।
অর্থাৎ সানি সাঁধু। উপরে ক্যাপশনে রয়েছে ‘নজরদারি’র ইমোজি। যার অর্থ সানি সাঁধুর উপর নজর রাখছি। তামিলনাড়ুর এই অলরাউন্ডারের নাম রয়েছে নিলাম তালিকায়। ৪০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যে রয়েছেন তিনি। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তাঁর। সেটাই যেন মনে করিয়ে দিলেন অশ্বিন।
অবশ্য ভারতের প্রাক্তন তারকা এর আগেও হেঁয়ালি করেছেন। যেদিন আন্দ্রে রাসেল অবসর নিয়ে কেকেআরের পাওয়ার কোচ হন, সেদিনও এরকম পোস্ট করেছিলেন। আবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ ও আফগানিস্তানের মহম্মদ নবির ছবি দিয়ে জম্মু ও কাশ্মীরের উঠতি পেসার আকিব নবির দিকে নজর রাখতে বলেছিলেন।