স্পোর্টস ডেস্ক : নিলামের তালিকায় যেই ৭ ক্রিকেটার রয়েছেন তারা হলেন—মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজেকে নিবন্ধিত করলেও, চূড়ান্ত রস্টার থেকে ছেঁটে ফেলা হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
মনোনীত বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তিনি নিলামের সর্বোচ্চ দর, অর্থাৎ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। মোস্তাফিজের ২ কোটি রুপি ভিত্তিমূল্যের বিপরীতে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া বাকি পাঁচজন ক্রিকেটারের জন্য ৭৫ লাখ রুপি করে দর নির্ধারিত হয়েছে। তারা হলেন—রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।
বাংলাদেশের এই সাত ক্রিকেটারের মধ্যে একমাত্র রাকিবুল হাসান-ই জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাননি। তারp ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এই মুহূর্তে মোস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ ফর্মে রয়েছেন বাঁহাতি এই পেসার। তার এই দারুণ ছন্দের ফলে আইপিএলের নিলামে তার দিকে আকর্ষণ থাpকবে দলগুলোর।